আগরতলা, ৯ ডিসেম্বর (হি.স.)৷৷ শনিবার ত্রিপুরায় বসছে জাতীয় লােক আদালত৷ সবকয়টি জেলা আদালত চত্বরে বসবে জাতীয় লােক আদালত৷
এ-বিষয়ে ত্রিপুরা রাজ্য আইনসেবা কর্তৃপক্ষের সদস্য-সচিব অংশুমান দেববর্মা জানিয়েছেন, জাতীয় লােক আদালতে ৯২৯ টি মামলা নিষ্পত্তির জন্য তােলা হবে৷ মােটর যান দুর্ঘটনাগ্রস্থদের ক্ষতিপূরণ, আপাসযােগ্য বিরােধ, এনআই অ্যাক্ট, কর্মচারীদের ক্ষতিপূরণ, ব্যাঙ্কের অনাদায়ী ঋণ, বিবাহ সংক্রান্ত বিরােধ, দেওয়ানি সংক্রান্ত মামলাগুলি নিষ্পত্তির জন্য লােক আদালতে তােলা হবে৷ এ জন্য রাজ্যে মােট ৩৯টি আদালত বসবে৷
তিনি আরও জানিয়েছেন, ব্যাংক ঋণ পরিশােধ সংক্রান্ত ০৬টি মামলা, যান দুর্ঘটনা সংক্রান্ত মামলা ১৬২টি , আপসযােগ্য ফৌজদারি বিরােধের ৩৪৯টি মামলা, বিবাহ সংক্রান্ত বিরােধের ২৩০টি মামলা, এনআই অ্যাক্টের ১২৬টি মামলা, কর্মচারীদের ক্ষতিপূরণ সংক্রান্ত ০১টি মামলা, জমির দখল সংক্রান্ত বিরােধ-এর ১০টি মামলা এবং অন্যান্য আপসযােগ্য দেওয়ানি মামলা ৪৫টি শুনানির জন্য উঠবে৷ ইতিমধ্যে মামলার পক্ষাপক্ষকে নােটিস দিয়ে জানানাে হয়েছে৷
অংশুমান বাবুর কথায়, আদালতগুলিতে মামলার পক্ষা-পক্ষকে সহযােগিতা করতে আইনি স্বেচ্ছাসেবকরা থাকবেন৷ তিনি দ্রুত ও বিনা আইনি খরচে মামলা নিষ্পত্তির সুবিধা সংশ্লিষ্ট সবাইকে নিতে অনুরােধ করেছেন৷ এর সঙ্গে আবেদন করেছেন, মামলার বিষয়ে কোনও নথি কারও নিয়োজিত আইনজীবীদের মাধ্যমে আগে জমা করে না থাকলে, লােক আদালতে উপস্থিত হওয়ার সময় তা সঙ্গে নিয়ে আসতে৷
তিনি বলেন, করােনা অতিমারির জন্য আদালতগুলিতে সবার মাস্ক পরিধান করা আবশ্যক৷ সামাজিক দূরত্ব বজায় রেখেই চলবে লােক আদালতের কাজ৷ এ ছাড়া অতিমারির অন্যান্য স্বাস্থ্যবিধি মান্য করতে হবে৷