মুম্বই, ১০ ডিসেম্বর (হি. স.): দিল্লির সীমান্তে বিক্ষোভরত কৃষকদের সমস্যা দূর করার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত কেন্দ্রীয় সরকারের। দেশে অস্থিরতা এবং অরাজক পরিস্থিতি যারা তৈরি করতে চাইছে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া উচিত কেন্দ্রের। বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউত।
বুধবার কেন্দ্রীয় খাদ্য, ক্রেতা এবং গণবণ্টন মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী রাওসাহেব দানভে জালনায় এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে দাবি করেছিলেন দিল্লির সীমান্তে যে কৃষক আন্দোলন হচ্ছে তা আদতে চিন এবং পাকিস্তানের চক্রান্ত। এই ধরনের আন্দোলন এর আগেও হয়েছে। বৃহস্পতিবার এই প্রসঙ্গে শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউতকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, কেন্দ্রীয় মন্ত্রী রাওসাহেব দানভের দাবি গুরুতর। কেন্দ্রীয় সরকারের কাছে সমস্ত ধরনের গোপন খবর রয়েছে। ফলে রাওসাহেব দানভের বক্তব্য নিয়ে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী এবং তিন বাহিনীর প্রধানের উচিত কঠোর পদক্ষেপ নেওয়া। চিন এবং পাকিস্তানের বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক করা উচিত। তীব্র শীতের মধ্যে কৃষকরা আন্দোলন করে চলেছে। তাদের দাবিগুলি যত্নসহকারে পূরণ করা উচিত।
উল্লেখ করা যেতে পারে, কেন্দ্রীয় মন্ত্রীর এই বক্তব্যের প্রেক্ষিতে মহারাষ্ট্রের মন্ত্রী বাচ্চু কডু জানিয়েছেন, কেন্দ্রীয় মন্ত্রীর ডিএনএ পরীক্ষা করে দেখা উচিত। শাভিমানি শ্বেতকারি (কিষান) সংগঠনের সভাপতি রাজু শেট্টি জানিয়েছেন, কেন্দ্রীয় মন্ত্রীর এই ধরনের বয়ান বেদনাদায়ক। দেশের কৃষকরা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে চলেছে। এর আগেও বিক্ষোভরত কৃষকদের সন্ত্রাসবাদি এবং মাওবাদী হিসেবে আখ্যা দেওয়া হয়েছিল। কৃষকদের ক্ষতের ওপর নুন ছিটান হচ্ছে।