নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৯ ডিসেম্বর৷৷ বুধবার সাত সকালে বিশ্রামগঞ্জ থানাধীন গুলিরাই বাড়ি এলাকার আট নং রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী উদয়পুর মুখি একটি টিআর ০৩ ১২৬৮ নাম্বারের একটি বাস সজোরে ধাক্কা মারে অল্টো টিআর ০১ বিএল ০৫২২ নাম্বারের গাড়িটিকে৷অল্টো গাড়িটি দুমড়েমুচড়ে যায়৷
অল্টো গাড়িতে থাকা চালক সহ চার জনের গুরুতর ভাবে জখম হয়৷ আহত চারজনের বাড়ি ধলাই জেলার ছামনু এলাকায়৷ প্রত্যক্ষদর্শীরা দুর্ঘটনার খবর দেয় বিশ্রামগঞ্জ ফায়ার সার্ভিস দপ্তরে৷ ছুটে এসে ফায়ার কর্মীরা আহতদের উদ্ধার করে বিশ্রামগঞ্জ প্রাথমিক হাসপাতালে নিয়ে আসে৷ আহতদের মধ্যে গুরুতর ভাবে জখম হয়েছে বিকাশ ত্রিপুরা (১৮), ধর্ম ত্রিপুরা (২৬), স্বরঞ্জয় ত্রিপুরা (২১) এবং দুমন ত্রিপুরা (২৪)৷ আহতদের অবস্থা বেগতিক দেখে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে জিবিপি হাসপাতালে রেফার করে দেয়৷