রাজ্যে নিয়ন্ত্রণে করোনা সক্রিয় কমে ৩৬৮ জন

আগরতলা, ৯ ডিসেম্বর (হি.স.)৷৷ ত্রিপুরায় করোনা-র প্রকোপ এখন কিছুটা নিয়ন্ত্রণাধীন৷ সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ত্রিপুরায় এখন কমে হয়েছে ৩৬৮৷
স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুসারে ২৪ ঘণ্টায় ত্রিপুরায় ২,১২৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে৷ তাতে ২০ জনের দেহে করোনা-র সংক্রমণ মিলেছে৷ তবে ৩৫ জন করোনা থেকে মুক্তি লাভ করেছেন৷ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, গত ২৪ ঘণ্টায় একজনও করোনায় আক্রান্ত হয়ে মারা যাননি৷


এক্ষেত্রে করোনা-র সংক্রমণ কিছুটা নিম্নমুখি বলে ধরে নেওয়া হচ্ছে৷ স্বাস্থ্য দফতরের রিপোর্টে আরও জানা গেছে, ত্রিপুরায় এখন পর্যন্ত ৫ লক্ষ ৪৫ হাজার ৮৫১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে৷ তাদের মধ্যে ৩২,৯৪৫ জনের রিপোর্ট পজিটিভ এসেছে৷ কিন্তু, এখন পর্যন্ত ৩২,১৮১ জন সুস্থ হয়ে উঠেছেন৷ ফলে সক্রিয় করোনা আক্রান্ত সারা ত্রিপুরায় রয়েছেন ৩৬৮ জন৷
ত্রিপুরায় এখন পর্যন্ত ৩৭০ জন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন৷ মাঝে মৃত্যুর হার প্রচণ্ড বেড়ে গিয়েছিল৷ কিন্তু, এখন অনেকটাই কমেছে মৃতের সংখ্যা৷ স্বাস্থ্য দফতরের রিপোর্টে প্রকাশ, ত্রিপুরায় করোনা আক্রান্তের হার কমে হয়েছে ৬.০৪ শতাংশ৷ সে তুলনায় সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৭.৭৫ শতাংশ৷ তাছাড়া, মৃতের হার ১.১২ শতাংশ৷
এদিকে, ত্রিপুরায় প্রতি দশ লাখে কোভিড-১৯ পরীক্ষার সংখ্যা ১ লক্ষ ৩৬ হাজার ৫৪৫৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *