ইচাবাজারে আগুনে তিনটি দোকানসম্পূর্ণ ভষ্মীভূত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ ডিসেম্বর৷৷ রাজধানী আগরতলা শহর সংলগ্ণ ইচাবাজার রেলক্রসিং এলাকায় অগ্ণিকাণ্ডে ৩টি দোকান সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে গেছে৷ সংবাদপত্রে জানা গেছে গতকাল রাত পৌনে বারোটা নাগাদ হঠাৎ ইচা বাজার রেল ক্রসিং সংলগ্ণ এলাকা বাজারে অগ্ণিকাণ্ডের ঘটনা ঘটে৷


আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয় লোকজন রা বেরিয়ে আসেন৷ খবর পাঠানো হয় দমকল বাহিনীকে৷ দমকল বাহিনীর জওয়ানরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে৷দমকল বাহিনীর চেষ্টায় আগুন আয়ত্তে আসলেও এরই মধ্যে তিনটি দোকান সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যায়৷ ক্ষতিগ্রস্ত এক ব্যবসায়ী জানিয়েছেন এটি একটি নাশকতামূলক অগ্ণিকাণ্ডের ঘটনা৷ শর্ট সার্কিট থেকে অগ্ণিকাণ্ডের যেকোনো ধরনের আশঙ্কা উড়িয়ে দিয়েছেন৷অগ্ণিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ ২ লক্ষাধিক টাকা৷ পুলিশ এবং দমকল বাহিনীর জওয়ানরা ঘটনার তদন্ত শুরু করেছে৷
এদিকে প্রশাসনের তরফ থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আপৎকালীন আর্থিক সাহায্য প্রদান করা হয়েছে৷ ক্ষয়ক্ষতি নিরূপণের পর ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পর্যাপ্ত প্রদান করা হবে বলে প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে৷ ইচা বাজার রেল ক্রসিং সংলগ্ণ এলাকায় অগ্ণিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় জনমনে আতঙ্কের সৃষ্টি হয়৷স্থানীয় জনগণ এবং ব্যবসায়ীরা দাবি জানিয়েছেন৷