BRAKING NEWS

সুশান্ত মৃত্যু-মামলায় ধৃত রেজেল মহাকাল, দু’দিনের এনসিবি হেফাজতে

মুম্বই, ৯ ডিসেম্বর (হি.স.): পালিয়েও নিস্তার নেই। অবশেষে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)-র জালে ধরা পড়ল অভিনেতা সুশান্ত সিং রাজপূত মৃত্যু মামলায় অভিযুক্ত রেজেল মহাকাল। বুধবারই রেজেল মহাকালকে গ্রেফতার করেছে এনসিবি। গ্রেফতার করার পর এদিনই তার মেডিক্যাল টেস্ট করা হয়। তারপর এসপ্ল্যানেড আদালতে তোলা হয়। এসপ্ল্যানেড আদালত রেজেল মহাকালকে দু’দিনের জন্য এনসিবি হেফাজতে পাঠিয়েছে।

অনুজ কেশওয়ানির (অপর অভিযুক্ত) কাছে মাদক সরবরাহ করত রেজেল মহাকাল। এরপর অনুজ অন্যদের কাছে মাদক সরবরাহ করত। এভাবেই চলত কারবারি। এনসিবি জানিয়েছে, লোখান্ডওয়ালার মিলাত নগরে এদিন তল্লাশি চালিয়ে মাদক বাজেয়াপ্ত করা হয়েছে। গ্রেফতার করার পর এদিন মহাকালকে মেডিক্যাল টেস্টার জন্য নিয়ে যাওয়া হয়। তারপর এসপ্ল্যানেড আদালতে তোলা হয়। এসপ্ল্যানেড আদালত রেজেল মহাকালকে দু’দিনের জন্য এনসিবি হেফাজতে পাঠিয়েছে।

এনসিবি জানিয়েছে, লোখান্ডওয়ালার মিলাত নগরে তল্লাশি চালিয়ে ৫ কেজি মালানা ক্রিম (২.৫ কোটি টাকা মূল্য), মাদক ট্যাবলেট এবং নগদ ১৪ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। মিলাত নগর থেকে আজম শেখ জুম্মান নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তাকে এনসিবি অফিসে নিয়ে যাওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *