বেঙ্গালুরু, ৭ ডিসেম্বর (হি. স.): রাজ্যে গরু হত্যা রোধ করতে আইন প্রণয়ন করতে চলেছে কর্ণাটক সরকার। সোমবার মুখ্যমন্ত্রী বিএস ইয়েদদুরাপ্পা জানিয়েছেন, বিধানসভার চলতি অধিবেশনের মধ্যেই গোহত্যা বিরোধী বিল পেশ করা হবে। কিন্তু লাভ জিহাদের বিরুদ্ধে আইন প্রণয়নের জন্য বিল এখনই পেশ করা হবে না।
সোমবার সাগরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ৮ ডিসেম্বর মঙ্গলবার কৃষকরা যে ভারত বনধ ডেকেছে তার কোন প্রয়োজন ছিল না। কারণ আন্দোলনরত কৃষকদের সঙ্গে ক্রমাগত কথা বলে চলেছে কেন্দ্রীয় সরকার।
উল্লেখ করা যেতে পারে, গরু রক্ষার জন্য বিজেপি শাসিত রাজ্যগুলো একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। পাশাপাশি লাভ জিহাদের বিরুদ্ধেও আইন প্রণয়নে উদ্যত এই সকল রাজ্যগুলি।