পানাজি, ৭ ডিসেম্বর (হি. স.) : মর্মান্তিক দুর্ঘটনার প্রায় ১২ দিন পর আরব সাগরে উদ্ধার হল ভেঙে পড়া মিগ ২৯কে বিমানের দ্বিতীয় পাইলট নিশান্ত সিংয়ের মৃতদেহ। গোয়া উপকূল থেকে ৩০ মাইল দূরে সমুদ্রের গভীরে ৭০ মিটার নীচ থেকে ভারতীয় নৌসেনা দ্বিতীয় পাইলটের দেহ উদ্ধার করে বলে সোমবার বিবৃতি দিয়ে জানিয়েছে নৌসেনা ।
এই এক বিবৃতিতে আধিকারিকদের পক্ষ থেকে বলা হয়েছে, ‘‘ভারতীয় নৌসেনা দুর্ঘটনাগ্রস্ত মিগ ২৯কে বিমানের দ্বিতীয় পাইলট নিশান্ত সিংয়ের মৃতদেহ সমুদ্রের গভীরে ৭০ মিটার নীচ থেকে উদ্ধার করেছে। গত ২৬ নভেম্বর ঘটেছিল দুর্ঘটনাটি। তারপর এতদিন ধরে তল্লাশির পর গোয়া উপকূল থেকে ৩০ মাইল দূরে মৃতদেহটি খুঁজে পাওয়া গিয়েছে।”
প্রসঙ্গত, গত ২৬ নভেম্বর বিকাল ৫টা নাগাদ আরব সাগরে যুদ্ধবিমানবাহী রণতরী আইএনএস বিক্রমাদিত্য থেকে পাড়ি দিয়েছিল মিগ ২৯কে ট্রেনার বিমানটি। তারপরই দুর্ঘটনার কবলে পড়ে সেটি। শেষ মুহূর্তে দুই চালক বিশিষ্ট বিমানটি থেকে একজন পাইলট বেরতে সক্ষম হলেও নিখোঁজ ছিলেন নিশান্ত। তাঁর খোঁজে নামে নৌসেনা। এই ঘটনায় দ্রুত তদন্তের নির্দেশও দেওয়া হয়। নিখোঁজ দ্বিতীয় পাইলটের খোঁজে ৯টি যুদ্ধজাহাজ ও ১৪টি বিমানও মোতায়েন করা হয়। অবশেষে ১২দিন পর উদ্ধার হয় দ্বিতীয় পাইলট নিশান্ত সিংয়ের মৃতদেহ।