লন্ডন, ৬ ডিসেম্বর(হি.স.): শীঘ্রই ফাইজার-বায়োএনটেকের করোনা ভ্যাকসিন নেবেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথও । কেবল ৯৪ বছরের এলিজাবেথই নন, তিনি নন, কয়েক সপ্তাহের মধ্যেই তাঁর স্বামী ৯৯ বছরের যুবরাজ ফিলিপকে ভ্যাকসিন দেওয়া হবে বলে খবর। তাঁদের বয়সের দিকে লক্ষ্য রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুলত, সাধারণ মানুষের ভ্যাকসিন সংক্রান্ত ভয়ও কাটান ও তথাকথিত ভ্যাকসিন বিরোধীদের নিরস্ত করতেই এই উদ্যোগ ।
তবে এখনও বাকিংহাম প্যালেসের তরফে এ বিষয়ে কিছু জানানো হয়নি। সাধারণ মানুষের ভয় কাটানোর জন্য ব্রিটেনের জনপ্রিয় টেলিভিশন শো ‘মন্টি পাইথন’ খ্যাত মাইকেল পালিন ও বব গেলডফকেও ভ্যাকসিন দেওয়া হতে পারে বলে এক ট্যাবলয়েড দাবি করেছে।
প্রসঙ্গত, ব্রিটেনে দৈনিক সংক্রমণ রয়েছে ১৫ হাজারের আশপাশে। এই অবস্থায় বিশ্বে প্রথম এই দেশেই শুরু হতে চলেছে করোনার টিকাকরণ। গত বুধবার ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিনে আপৎকালীন সম্মতি দেয় ব্রিটেন। বয়স এবং সংক্রমণের ঝুঁকির দিকে খেয়াল রেখে সেইমতো টিকাকরণের নির্দেশও দেওয়া হয়। একইভাবে অনুমতি দিয়েছে বাহরিনও। সোমবারের মধ্যেই ব্রিটেনের হাসপাতালগুলিতে ভ্যাকসিন পৌঁছে যাওয়ার কথা। তারপর মঙ্গলবার থেকেই শুরু হবে টিকাকরণ।