সিডনি, ৬ ডিসেম্বর(হি.স.): অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক দিনের সিরিজের বদলা । এবার এক ম্যাচ বাকি থাকতেই টি-২০ সিরিজ জয় নিশ্চিত করে টিম ভারত। রবিবার সিডনিতে দ্বিতীয় টি-২০ তে অস্ট্রেলিয়া ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৯৪ রান তোলে। ফলে দ্বিতীয় টি-২০ ম্যাচে ৬ উইকেটে জয় তুলে নিল ভারত । ফলে এক ম্যাচ বাকি থাকতেই টি-২০ সিরিজ জয় নিশ্চিত করে। এই অবস্থায় সিরিজের তৃতীয় তথা শেষ টি-২০ ম্যাচ নিছক নিয়ম রক্ষার লড়াইয়ে পরিণত হয়।
প্রথম ম্যাচে ‘কনকাশন সাব’ হিসেবে রবীন্দ্র জাদেজার জায়গায় চাহালের নামা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। তবে এদিন প্রথম একাদশেই স্থান পান চাহাল। উলটোদিকে চোট আঘাতে জর্জরিত অস্ট্রেলিয়াকে নামতে হয় ফিঞ্চ–সহ বেশ কয়েকজন খেলোয়াড়কে বাদ দিয়ে। টস জিতে এদিন প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বিরাট। শুরুতেই নটরাজন ফেরান ডার্সি শটকে (৯)। কিন্তু তাঁর উইকেট হারালেও স্টিভ স্মিথ এবং ম্যাথুউ ওয়েড দলের হাল ধরেন। ওয়েডকে (৫৮) দুরন্ত রান আউটে ফিরিয়ে দেন কোহলি। তবে, স্মিথ (৪৬), ম্যাক্সওয়েল (২২) এবং হেনরিকসের ঝোড়ো ইনিংসের সৌজন্যে ভারতকে ১৯৫ রানের বিশাল লক্ষ্যমাত্রা দেয় অজিরা।
অস্ট্রেলিয়ার দেওয়া ১৯৫ রানের বিশাল লক্ষ্যমাত্রা পূরণ করতে নেমে ৩টি চার ও ২টি ছক্কার সাহায্যে ২২ বলে ৪২ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলে ম্যাচের সেরা হন হার্দিক পান্ডিয়া। যদিও তাঁর দাবি, টি নটরাজনের ম্যান অফ দ্য ম্যাচ হওয়া উচিত ছিল। উল্লেখ্য, কেরিয়ারের দ্বিতীয় আন্তর্জাতিক টি-২০ খেলতে নেমে নটরাজন ৪ ওভারে ২০ রানের বিনিময়ে ২টি উইকেট দখল করেন। তিনি ফিরিয়ে দেন ডার্সি শর্ট ও মইজেস হেনরিকসকে।