সমঝোতায় আসা উচিত কৃষকদের, দাবি জেডিইউ-র

নয়াদিল্লি, ৬ ডিসেম্বর (হি. স.): দেশের অর্থনীতির স্বার্থে কৃষকদের উচিত মাঝামাঝি কোন শর্তে কেন্দ্রীয় সরকারের সঙ্গে সমঝোতা করে নেওয়া। রবিবার এ কথা জানিয়েছেন জেডিইউ মুখপাত্র রাজীব রঞ্জন প্রসাদ।


 এদিন রাজীব রঞ্জন প্রসাদ জানিয়েছেন, দেশে কৃষি ব্যবস্থায় এমন একটি ক্ষেত্র যা অর্থনৈতিক সমস্যাগুলিকে সমাধান করতে সক্ষম। মধ্যপন্থা অবলম্বন করে দুই পক্ষকে সমঝোতায় আসা উচিত। নতুন আইনে যদি কোন সংশোধন প্রয়োজন হয় তার জন্য খসড়া প্রস্তাব করা হবে বলে অবস্থান স্পষ্ট করেছে কেন্দ্র। প্রয়োজন পড়লে কেন্দ্রের উচিত রাজ্য গুলির সঙ্গে কথা বলা।
 উল্লেখ করা যেতে পারে ৮ ডিসেম্বর দেশজুড়ে বনধের ডাক দিয়েছে কৃষক সংগঠনগুলির। এই বনধকে সমর্থন জানিয়েছে তৃণমূল কংগ্রেস, আরজেডি, তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি, কংগ্রেস, আম আদমি পার্টি, বামপন্থী দলগুলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *