নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ৪ ডিসেম্বর৷৷ জোলাইবাড়ীর রামরাইবাড়ী এডিসি ভিলেজথেকে শ্লীলতা হানির দায়ে এক ঔষধ দোকানদারকে গ্রেপ্তার করলো বাইখোড়া থানার পুলিশ৷ ঘটনার বিবরনে জানাযায় রামরাইবাড়ী এডিসি ভিলেজের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের সামনে অবস্থিত নিউ চন্দ্র মেডিক হলের মালিক বিভিষণ ঘোষ ( ৩৭ ) গতকাল এলাকার এক জনজাতি রমনীকে ইনজ্যারশান পুসিং করতে গিয়ে শ্লীলতাহানি করে বলে অভিযোগ৷
এইনিয়ে গতকাল রাতে রামরাইবাড়ী বাজারে জনজাতি লোকদের উপস্থিতিতে সমগ্র এলাকায় চরম উত্তেজনার সৃষ্টিহয়েছে৷ ঘটনার খবরপেয়ে রাত্রিবেলায় পুলিশ ঘটনাস্থলে উপস্থিতহয়ে দোকানের মালিক বিভিষন ঘোষকে গ্রেপ্তার করে নিয়েআসে৷ এই নিয়ে মহিলার পক্ষথেকে বাইখোড়া থানায় লিখিত মামলা দায়ের করাহয়৷ আজ অভিযুক্তকে মেডিকেল করিয়ে বেলা ১ ঘটিকায় বিলোনিয়া জেলা দায়রার আদালতে পাঠানোহয়৷
এই ঘটনা সম্পর্কে বাইখোড়া থানার ওসি রাজীব সাহা জানান পুলিশ এইব্যাপারে বাইখোড়া থানায় ৭৮/ ২০২০ নাম্বারে কেইস গ্রহন করেছে যার মধ্যে ৩৪১/ ৩৫৪ বি /৩৫৪ এ/ ৩০৭ আইপিসি এক্টে মামলা গ্রহনকরাহয়েছে৷ এরমধ্যে জানাযায় ঔষধ দোকানের মালিক নিজে ফার্মাসিস্ট নন৷ তিনি অন্যের লাইসেন্স দিয়ে ঔষধের ব্যাবসা চালিয়ে যাচ্ছেন৷ তার উপরে উনার কোনোপ্রকার ডিগ্রি না থাকার পরও লোকজনদের ইনজেকশন পুশিং করছে বলে জানাযায়৷ এখন দেখার বিষয় তদন্তের মধ্যদিয়ে পুলিশ কি প্রকার পদক্ষেপ গ্রহণ করে৷