নয়াদিল্লি, ৪ ডিসেম্বর (হি.স.): নৌ দিবসে অকুতোভয় ও নির্ভীক ভারতীয় নৌবাহিনীর প্রতিটি সদস্যকে শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। শুক্রবার সকালে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং টুইট করে লিখেছেন, ‘নৌ দিবস উপলক্ষ্যে এই বিশেষ বাহিনীর প্রত্যেককে আমার শুভেচ্ছা। উপকূলবর্তী সুরক্ষা নিশ্চিত করে, আমাদের সমুদ্রকে সুরক্ষিত রেখেছে নৌ বাহিনী। তাঁদের বীরত্ব, সাহস ও পেশাদারিত্বকে কুর্নিশ জানাই।’ নৌ দিবসের শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও।
টুইট করে স্বরাষ্ট্রমন্ত্রী লিখেছেন, ‘নৌ দিবসে, ভারতীয় নৌ বাহিনীর সমস্ত সাহসী জওয়ান এবং তাঁদের পরিবারকে আন্তরিক শুভেচ্ছা জানাই। সামুদ্রিক সীমান্ত রক্ষায় অবিচল প্রতিশ্রুতির জন্য নীল জলবাহিনীর প্রতি গর্বিত ভারত।’
৪ ডিসেম্বর নৌ দিবস পালিত হয় ভারতে। এই দিনটিকে নৌ দিবস হিসেবে বেছে নেওয়ার কারণ হল ১৯৭১ সালের ৪ ডিসেম্বরের একটি ঘটনা। ১৯৭১ সালের ৪ ডিসেম্বর ভারত–পাকিস্তান যুদ্ধের সময় ভারতীয় নৌবাহিনী আক্রমণ করেছিল পাকিস্তানের করাচি বন্দরের ওপর। সেই আক্রমণে বীরত্ব আর সাফল্যের পরিচয় দিয়েছিল ভারতীয় নৌবাহিনী। সেই সাফল্যের স্মৃতিতে এই দিনটি পালিত হয়ে আসছে নৌ দিবস হিসেবে।