BRAKING NEWS

কৃষক আন্দোলন জাতীয় নিরাপত্তাকে বিঘ্নিত করছে : অমরিন্দর সিং

নয়াদিল্লি, ৩ ডিসেম্বর (হি.স.): কৃষি আইনের প্রতিবাদে গত কয়েকদিন ধরে চলতে থাকা কৃষক আন্দোলন নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং। অমরিন্দর বলেছেন, কৃষক আন্দোনের ফলে পঞ্জাবের অৰ্থনীতির পাশাপাশি জাতীয় নিরাপত্তাও প্রভাবিত হচ্ছে। বৃহস্পতিবার দিল্লিতে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং।


স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং জানিয়েছেন, ‘কেন্দ্রের সঙ্গে কৃষকদের আলোচনা চলছে, আমার কাছে সমাধান করার মতো কিছু নেই। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে কৃষি আইনের বিরোধিতা সম্পর্কে ফের বললাম। এই সমস্যা সমাধানের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অনুরোধ করেছি, কারণ এর ফলে আমার রাজ্যের অর্থনীতি এবং জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে।’ পরে পঞ্জাবের মুখ্যমন্ত্রীর দফতর থেকে জানানো হয়েছে, ‘কৃষকরা যাতে দ্রুত নিজেদের বাড়িতে ফিরতে পারেন, তাই খোলা মনে কৃষকদের কথা শোনার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী।’ প্রসঙ্গত, এদিনই কৃষকদের সংগঠনের সঙ্গে চতুর্থ রাউন্ডে বৈঠক করেছেন কেন্দ্রীয় কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমার এবং রেলমন্ত্রী পীযুষ গোয়েল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *