অমৃতসর, ৩ ডিসেম্বর (হি.স.): কৃষি আইনের নিয়ে কেন্দ্রীয় সরকারের প্রতি ক্ষুব্ধ অন্নদাতারা। এবার ক্ষোভপ্রকাশ করলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং পঞ্জাবের পাঁচ-বারের মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদল। প্রকাশ সিং বাদল এতটাই ক্ষুব্ধ যে তিনি পদ্মবিভূষণ পুরষ্কার ফিরিয়ে দিয়েছেন। প্রকাশ সিং বাদল ছাড়াও জাতীয় পুরষ্কার ফিরিয়ে দিতে চলেছেন শিরোমণি অকালি দল (গণতান্ত্রিক)-এর প্রধান এবং বিদ্রোহী রাজ্যসভার সাংসদ সুখদেব সিং ঢিন্ডসা। সুখদেব জানিয়েছেন, ‘পদ্মভূষণ পুরষ্কার ফিরিয়ে দেব আমি।’
বৃহস্পতিবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে চিঠি লিখে, পদ্মবিভূষণ পুরষ্কার ফিরিয়ে দিয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং পঞ্জাবের পাঁচ-বারের মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদল। চিঠিতে তিনি উল্লেখ করেছেন, কৃষকদের সঙ্গে বিস্বাসঘাতকতা করেছে সরকার। কৃষকদের প্রতি বঞ্চনার অভিযোগও তুলেছেন প্রকাশ সিং বাদল। রাষ্ট্রপতিকে লেখা চিঠিতে তিনি জানান, কেন্দ্রীয় সরকার কৃষকদের সঙ্গে যে আচরণ করছে, তাতে তিনি ব্যথিত। এরপরই জাতীয় পুরষ্কার ফিরিয়ে দেওয়ার কথা জানান শিরোমণি অকালি দল (গণতান্ত্রিক)-এর প্রধান সুখদেব সিং ঢিন্ডসা।