BRAKING NEWS

বিটিসি নির্বাচনের চারদিন আগে ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার কোকরাঝাড়ে

কোকরাঝাড় (অসম), ৩ ডিসেম্বর (হি.স.) : আগামী সোমবার বোড়োল্যান্ড টেরিটরিয়াল কাউন্সিল (বিটিসি)-এর সাধারণ নির্বাচন। এর আগে ফের পুলিশি অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার বোড়োল্যান্ড টেরিটরিয়াল রিজিওন (বিটিআর)-এর অন্তর্গত কোকরাঝাড়ে। গতকাল বুধবার ভোরে এই কোকরাঝাড়ে উদ্ধার হয়েছিল অত্যাধুনিক আগ্নেয়াস্ত্রের সঙ্গে প্রচুর গোলাবারুদ।

বৃহস্পতিবার কোকরাঝাড়ের পুলিশ সুপার আইপিএস সিদ্ধার্থ নাহার জানান, গোপন তথ্যের ভিত্তিতে গতকাল সন্ধ্যায় তাঁর নেতৃত্বে জেলার কচুগাঁও থানার অন্তর্গত রিপু (৩)জঙ্গলে অভিযান চালিয়ে অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। অভিযানে একটি ৭.৬৫ এমএম পিস্তল, একটি ম্যাগাজিন, চার রাউন্ড ৭.৬৫ এমএম পিস্তলের সক্রিয় গুলি এবং দুটি দেশি বন্দুক উদ্ধার করা হয়েছে।

প্রসঙ্গত, গতকাল বুধবার ভোরেও অনুরূপ অভিযান চালিয়ে জেলার বাথৌ গ্রামে অভিযান চালিয়ে প্রচুর গোলাবারুদ উদ্ধার করেছে পুলিশের দল। উদ্ধারকৃত গোলাবারুদের মধ্যে একটি একে ৪৭ সিরিজের রাইফেল, ৭.৬২ এমএম পিস্তলের ২৯০ রাউন্ড গুলি পয়েন্ট ৩০৩ রাইফেলের ১৯টি সক্রিয় গুলি ছিল।

বিটিসি নির্বাচনের আগে গত আগস্টের পর জেলা সদর কোকরাঝাড়, ওদালগুড়ি, চিরাং, পানবাড়ির বিভিন্ন এলাকা থেকে বিপুল পরিমাণের আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে আধাসেনা এবং পুলিশ। ইতিমধ্যে মঙ্গলবার রাজ্যের পুলিশ-প্রধান ভাস্করজ্যোতি মহন্ত এখানে এসে নির্বাচন উপলক্ষ্যে পুলিশ প্রশাসন কর্তৃক গৃহীত ব্যবস্থা ইত্যাদির খোঁজখবর নিয়ে গেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *