BRAKING NEWS

ফের কটাক্ষ, টিকা প্রদান নিয়ে প্রধানমন্ত্রীর অবস্থান জানতে চাইলেন রাহুল

নয়াদিল্লি, ৩ ডিসেম্বর (হি.স.): সকলকে করোনার টিকা দেওয়া হবে না। জানিয়ে দিয়েছে ভারত সরকার। কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ জানিয়েছেন, ‘দেশের সকলকে প্রতিষেধক দেওয়ার কথা কখনওই বলেনি সরকার!’ তিনি আরও জানান, ‘এটা খুবই গুরুত্বপূর্ণ যে, এ ধরনের বৈজ্ঞানিক বিষয়ে বাস্তব তথ্যের ভিত্তিতে আলোচনা করা উচিত।’ করোনার টিকা প্রদান নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অবস্থান জানতে চাইলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।


বৃহস্পতিবার নিজের টুইটার হ্যান্ডেলে রাহুল গান্ধী লিখেছেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন-প্রত্যেকেই টিকা পাবেন। বিহার নির্বাচনে বিজেপি বলেছে-বিহারের প্রত্যেককেই বিনামূল্যে টিকা দেওয়া হবে। এখন ভারত সরকার বলছে-কখনওই বলা হয়নি, প্রত্যেককে ভ্যাকসিন দেওয়া হবে। তাহলে প্রধানমন্ত্রীর অবস্থান কী?’ উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাবি করেছিলেন, বাজারে করোনার প্রতিষেধক চলে এলে সবাইকে দেওয়া হবে। কেউ বাদ পড়বেন না। বিহার বিধানসভার নির্বাচনী প্রচারে গিয়ে সে রাজ্যের প্রত্যেককে বিনামূল্যে প্রতিষেধক দেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি। কিন্তু, কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ জানিয়েছেন, ‘দেশের সকলকে প্রতিষেধক দেওয়ার কথা কখনওই বলেনি সরকার!’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *