নয়াদিল্লি, ২ ডিসেম্বর (হি. স.) : দিল্লি সীমান্তবর্তী এলাকাগুলোতে কৃষকদের বিক্ষোভ অব্যাহত। মঙ্গলবার দিন কেন্দ্রীয় সরকারের সঙ্গে কৃষক সংগঠনের নেতাদের বৈঠক হলেও তার থেকে নির্ণায়ক সমাধান সূত্র বেরিয়ে আসেনি। এমন পরিস্থিতিতে বিক্ষোভরত কৃষকদের সমস্যার সমাধান করার জন্য প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আর্জি জানালো বহুজন সমাজ পার্টি।
মঙ্গলবার দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বহুজন সমাজ পার্টির মুখপাত্র সুধীন্দ্র ভাদোরিয়া জানিয়েছেন, তীব্র শীতের মধ্যে কৃষকরা খোলা আকাশের নিচে রাস্তায় বসে বিক্ষোভ দেখাচ্ছে এর থেকে লজ্জাজনক আর কিছু হতে পারে না। কৃষকরা জনগণকে খাবার জোগান দেয়। জনগণকে মাথার উপরে ছাদ এবং বস্ত্র সরবরাহকারী কৃষকরা এখন রাস্তার মধ্যে আশ্রয় নিয়েছে। সরকার নিজের অবস্থান ও ভূমিকা নিয়ে পুনরায় বিবেচনা করুক। অবিলম্বে কৃষকদের সমস্যার সমাধান দূর করা উচিত। কৃষি ক্ষেত্রে ভারত পিছিয়ে পড়লে দেশ অন্ধকার যুগে চলে যাবে।
ন্যূনতম সহায়ক মূল্যের কথাটি কেন্দ্র কেন লিখে দিচ্ছে না? প্রতিশ্রুতি গুলো কে আইনে পরিণত করা না হলে তা সবই মিথ্যা প্রতিপন্ন হয়। সরকারি মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া উচিত নয়। এরকম চলতে থাকলে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করবে। ফসলের ন্যূনতম সহায়ক মূল্য পাওয়ার অধিকার কৃষকদের রয়েছে। তারা এখন দিক্বিদিক হারিয়ে মান্ডিগুলিতে উদভ্রান্তের মতো ঘুরে চলেছে। মান্ডিগুলিকে পুঁজিপতিরা দখল করছে। কৃষকদের মনের মধ্যে যে প্রশ্ন উঠেছে তা দূর করা প্রয়োজন। ভারতের কৃষক আন্দোলন নিয়ে কানাডার প্রধানমন্ত্রী মন্তব্য সম্পর্কে বলতে গিয়ে তিনি জানিয়েছেন, কৃষকদের দায়িত্ব ভারতের। ঐক্যবদ্ধভাবে এই সমস্যার সমাধান আমরা করতে পারি। এতে বহিরাগত হস্তক্ষেপ নিষ্প্রয়োজন।