বিশ্রামগঞ্জে পথ দূর্ঘটনায় গুরুতর দু’জন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ নভেম্বর৷৷ আগরতলা সাবরুম জাতীয় সড়কের বিশ্রামগঞ্জ পথদুর্ঘটনায় দুই ব্যক্তি গুরুতরভাবে আহত হয়েছে৷ আহতরা হলো সুকান্ত সাহা এবং মনতোষ শীল৷ জানা যায় কাকড়াবন থেকে বাইক নিয়ে আসছিল ওই দুই যুবক৷ বিশ্রামগঞ্জ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মারুতি গাড়ি বাইককে ধাক্কা দেয়৷ মারুতি গাড়ির ধাক্কায় বাইক নিয়ে ছিটকে পড়ে গুরুতর ভাবে আহত হয় ওই দুই যুবক৷ ঘটনার পরপরই স্থানীয় লোকজন ছুটে আসেন৷

খবর পাঠানো হয় দমকল বাহিনীকে৷ বিশ্রামগঞ্জ থেকে দমকল বাহিনীর জওয়ানরা ছুটে এসে আহত দুই যুবককে উদ্ধার করে প্রথমে বিশ্রামগঞ্জ হাসপাতালে নিয়ে যায়৷তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বিশ্রামগঞ্জ হাসপাতাল থেকে তাদেরকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়৷ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিশ্রামগঞ্জ থানা পুলিশও৷পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷স্থানীয় সূত্রে জানা গেছে বাইক এবং মারুতি গাড়ি দুটি দ্রুতবেগে চলছিল৷সামনাসামনি এসে পৌঁছলে চালকরা নিয়ন্ত্রণ রক্ষা করতে পারেনি৷ তখন ওই ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে৷

উল্লেখ্য রাজ্যের বিভিন্ন স্থানে প্রতিদিন পথদুর্ঘটনায় প্রাণহানি এবং গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটে চলেছে৷ পথ দুর্ঘটনা নিয়ন্ত্রণে আনতে প্রশাসন পুরোপুরি ব্যর্থ হয়েছে৷ পথ দুর্ঘটনা রোধে প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে না বলেও বিভিন্ন মহল থেকে অভিযোগ করা হচ্ছে৷প্রশাসন পথ দুর্ঘটনা রোধে বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণ করলে দুর্ঘটনা এড়ানো সম্ভব হলেও বিভিন্ন মহলের অভিমত৷