নয়াদিল্লি, ১ ডিসেম্বর (হি. স.): দিল্লি সীমান্ত লাগোয়া গাজীপুর এলাকায় বিগত ছয়দিন ধরে কৃষকদের বিক্ষোভ মঙ্গলবার চরম পর্যায়ে পৌঁছেছে। উত্তেজনার পরিস্থিতির সৃষ্টি হয়েছে গাজীপুরজুড়ে। বিক্ষোভরত কৃষকরা এদিন হিংসাত্মক পন্থা অবলম্বন করে। ট্রাক্টর চালিয়ে পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করে কৃষকরা। এরপরই পুলিশকর্মী এবং কৃষকদের মধ্যে খণ্ডযুদ্ধ বাঁধে। বিক্ষুব্ধ কৃষকদের দাবি প্রশাসন কথা শুনছে না ফলে দিল্লি যেতে মরিয়া তারা।
এদিন সকাল থেকেই গাজীপুর সীমান্তে পুলিশের ব্যারিকেড খুব কাছে বিক্ষোভ দেখাতে থাকে কৃষকরা। তারপরই ট্রাক্টর চালিয়ে ব্যারিকেড ভাঙ্গার চেষ্টা করে তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাড়তি পুলিশকর্মী মোতায়েন করা হয় ঘটনাস্থলে। দুই তরফের মধ্যে খণ্ডযুদ্ধ হয়েছে বলে জানা গিয়েছে। সিন্ধু, গাজীপুর, টিকরি সীমান্তে পুলিশের বাধা পেয়ে কৃষকরা এখন অন্য উপায় বা অন্য পথ ধরে দিল্লিতে প্রবেশের চেষ্টা করতে মরিয়া হয়ে উঠেছে। ফলে নিরাপত্তা বাড়ানো হয়েছে দিল্লি- গুরুগ্রাম, দিল্লি- ফরিদাবাদ, কালিন্দীকুন্জ, ময়ূর বিহার- চিল্লা, নয়ডা- মথুরা বিহার, সিমাপুরি, ভোপুরা সহ একাধিক দিল্লি সীমান্তবর্তী এলাকায়। দিল্লির প্রসিদ্ধ রামলীলা ময়দান সহ রাজধানীর একাধিক সভাস্থলে বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে।