এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে সাতসকালে চাঞ্চল্য তেলিয়ামুড়ায়

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৯ নভেম্বর৷৷ রবিবার সাতসকালে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে তেলিয়ামুড়ায়৷


তেলিয়ামুড়া থানার অন্তর্গত মহারানিপুরের ভাঙ্গা সংলগ্ণ এলাকায় জাতীয় সড়কের পাশে উদ্ধার হয়েছে উত্তর ত্রিপুরার কুমারঘাট এলাকার জনৈক সুজিত দাসের মৃতদেহ৷ তাঁর বয়স আনুমানিক ৫৫ বছরের বেশি হবে বলে ধারণা করছে পুলিশ৷ প্রাপ্ত খবরে প্রকাশ, তেলিয়ামুড়া থানাধীন মহারানিপুর এলাকার ভাঙ্গা সংলগ্ণ স্থানে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃতদেহ পড়ে রয়েছে বলে খবর পেয়ে সংশ্লিষ্ট থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়৷ তাঁরা মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সরকারি হাসপাতালে পাঠান৷ ইত্যবসরে অনেক প্রচেষ্টার পর নিহত ব্যক্তির পরিচয় পায় পুলিশ৷

তেলিয়ামুড়ার এসডিপিও বি জগদীশ্বর রেড্ডির কাছে জানা গাছে, গত কয়েক দিন আগে ডিএম কলোনি এলাকায় তাঁর ভাগ্ণির বাড়িতে বেড়াতে এসেছিলেন সুজিত দাস৷ প্রায় সময় নাকি তিনি মাতাল অবস্থায় থাকতেন৷ পারিবারিক সূত্রের বক্তব্য অনুযায়ী পুলিশের প্রাথমিক অনুমান, নেশাগ্রস্ত অবস্থায় রাস্তা পার হতে গিয়েই গাড়ির ধাক্কায় প্রাণ হারিয়েছেন তিনি৷ এসডিপিও জানান, ঘটনা সম্পর্কে তেলিয়ামুড়া থানার পুলিশ একটি মামলা নিয়ে তদন্ত শুরু করেছে৷