নয়াদিল্লি, ৩০ নভেম্বর (হি.স.): এ বছর গুরু নানকের জন্মদিনের ৫৫১ তম বছর। শিখ সম্প্রদায়ের মানুষের কাছে এই দিনটির গুরুত্ব অপরিসীম। শিখ ধর্মের প্রবক্তা গুরু নানক দেব, প্রতি বছর কার্তিক পূর্ণিমা তিথিতে তাঁর জন্মোৎসব পালিত হয়| প্রকাশ পর্বে গুরু নানককে শ্রদ্ধার সঙ্গে নমন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে প্রধানমন্ত্রী জানিয়েছেন, ‘সমাজসেবায় গুরু নানকের চিন্তাভাবনা আমাদের অনুপ্রাণিত করুক।’
সোমবার সকালে টুইট করে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘প্রকাশ পর্বে শ্রী গুরু নানকদেবকে প্রণাম। সমাজসেবায় তাঁর চিন্তাভাবনা আমাদের অনুপ্রাণিত করুক এবং সুন্দর গ্রহ নিশ্চিত হোক।’ শিখ ধর্মগুরু গুরু নানকের ৫৫১ তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে সাজিয়ে তোলা হয় দেশের বিভিন্ন গুরুদ্বারগুলি| এদিন সকালেই অমৃতসরের হরমন্দির সাহিব (স্বর্ণ মন্দির)-এ প্রার্থনা করেন ভক্তরা।