ঐক্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের পথ দেখিয়েছিলেন গুরু নানক : রাষ্ট্রপতি

নয়াদিল্লি, ৩০ নভেম্বর (হি.স.): গুরু নানক জয়ন্তী উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও উপ-রাষ্ট্রপতি এম বেঙ্কাইয়া নাইডু। ১৪৬৯ সালের ২৯ নভেম্বর পাকিস্তানের নানকানা সাহিবে জন্মগ্রহণ করেছিলেন শিখ ধর্মের প্রবক্তা গুরু নানক দেব| প্রতি বছর কার্তিক পূর্ণিমা তিথিতে তাঁর জন্মোৎসব পালিত হয়| সোমবার গুরু নানক জয়ন্তী উপলক্ষ্যে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ| টুইট করে শুভেচ্ছা বার্তায় রাষ্ট্রপতি জানিয়েছেন, ‘গুরু নানক দেবজির জন্মজয়ন্তীতে ভারত ও বিশ্বে বসবাসকারী শিখ ভাই-বোনেদের শুভেচ্ছা। গুরু নানক দেবজি ঐক্য, সম্প্রীতি, ভ্রাতৃত্ব, সাহচর্য ও সেবার পথ দেখিয়েছিলেন। তাঁর জীবন ও শিক্ষা সমস্ত মানবজাতির জন্য অনুপ্রেরণা।’
শিখ ধর্মগুরু গুরু নানকের ৫৫১ তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়েছেন উপ-রাষ্ট্রপতি এম বেঙ্কাইয়া নাইডুও। টুইট করে শুভেচ্ছা বার্তায় উপ-রাষ্ট্রপতি জানিয়েছেন, ‘গুরু নানক দেবজির জন্মজয়ন্তীতে দেশের সমস্ত নাগরিককে শুভেচ্ছা। শিখ ধর্মের প্রতিষ্ঠাতা, গুরু নানক দেবজি তাঁর মহৎ জীবনের মধ্যে দিয়ে সততা, করুণা এবং ধার্মিকতার আইকন রয়ে গিয়েছেন।’ এছাড়াও গুরু নানক জন্মজয়ন্তীতে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা প্রমুখ।