নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ নভেম্বর৷৷ রাজধানী আগরতলা শহরে ভলকান ক্লাব এলাকা থেকে অপহরণ করে নিয়ে গিয়ে নেতাজী চৌমুহনীতে রক্তাক্ত করে এক ব্যক্তিকে ফেলে দেওয়ার ঘটনার সাথে জড়িত পাচ জনকে পুলিশ গ্রেপ্তার করেছে৷ এবং তাদের আদালতে সোপর্দ করা হয়েছে৷
ধৃতরা হল জয়ন্ত নাথ সিং, সঞ্জয় দাস, সঞ্জিব চৌধুরী, সুজিত সাহা এবং বিশ্বনাথ দেবনাথ৷ প্রসঙ্গত, ঘটনাটি ঘটেছিল ২৬ নভেম্বর রাতে৷ ভলকান ক্লাব এলাকা থেকে আশীষ লস্কর নামে এক ব্যক্তিকে অপহরণ করে নিয়ে গিয়েছিল উক্ত পাচ ব্যক্তি৷