লাভ জিহাদ, উদয়পুরে অবরোধ

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৭ নভেম্বর৷৷ লাভ জিহাদ রোধে কঠোর আইন প্রনয়নের দাবীতে উদয়পুর নেতাজী সুভাষ এর উপর পথ অবরোধ করল বিশ্ব হিন্দু পরিষদ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘএবং দুর্গা বাহিনী সহ বিভিন্ন হিন্দু সংগঠন৷ হিন্দুত্ববাদী সংগঠনগুলো ঐক্যবদ্ধভাবে পথ অবরোধ আন্দোলনে শামিল হয়৷ পথ অবরোধের ফলে দীর্ঘক্ষণ অবরোধ স্থলের দুই পাশে ব্যাপক সংখ্যক যানবাহন আটকে পড়ে৷ তাতে যাত্রীদুভর্োগ চরমে আকার ধারণ করে৷পথ অবরোধ আন্দোলনে সামিল হয়ে সংগঠনের নেতৃবৃন্দ অভিযোগ করেন বিভিন্ন স্থানে লাভ জিহাদের নামে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায় লোকজনরা নানা অপকর্ম সংগঠিত করে চলেছে৷ এ ধরনের কার্যকলাপ কোনোভাবেই মেনে নেওয়া যায় না৷ এসব কার্যকলাপের বিরুদ্ধে কঠোর আইন প্রণয়ন করা প্রয়োজন৷ সংগঠনগুলি এই পথ অবরোধ আন্দোলনে শামিল হয়৷ অবিলম্বে এসব বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা না হলে তারা আরও বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *