নয়ডা, ২৮ নভেম্বর (হি.স.): চালকের গাফিলতিতে মারাত্মক দুর্ঘটনা! উত্তর প্রদেশের গ্রেটার নয়ডায়, যমুনা এক্সপ্রেসওয়ের উপর নিয়ন্ত্রণ হারিয়ে বাসের পিছনে ধাক্কা মারল যাত্রীবোঝাই একটি গাড়ি। ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৪ জনের। দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন ওই গাড়ির একজন যাত্রী, অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার সকাল ৬.৪৫ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে বিটা ২ থানা এলাকায়।
পুলিশের মুখপাত্র জানিয়েছেন, শনিবার সকালে জিরো পয়েন্ট থেকে প্রায় দেড় কিলোমিটার আগে দুর্ঘটানটি ঘটেছে। আগ্রা-নয়ডা লেনে ছিল যাত্রীবোঝাই গাড়িটি। টয়োটা ইনোভা গাঁঢ়টি নিয়ন্ত্রণ হারিয়ে উত্তর প্রদেশ পরিবহন নিগমের বাসের পিছনে ধাক্কা মারে। সংঘর্ষের জেরে গাড়িটি ভেঙে দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনাস্থলেই ৪ জনের মৃত্যু হয় এবং একজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।