নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ নভেম্বর৷৷ রাজধানী আগরতলা শহরের পোস্ট অফিসে চৌমুহনীতে খেতমজুর ইউনিয়ন, সারা ভারত কিষান সংঘর্ষ সমন্বয় সমিতি এবং সি আই টি ইউর উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ সভা সংগঠিত করা হয়৷ প্রতিবাদ বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন নেতা মানিক দে৷বিক্ষোভ সভায় বক্তব্য রাখতে গিয়ে সিটু নেতা বলেন বৃহস্পতিবারের বন্ধে শাসকদল যে অসহিষ্ণুতার পরিচয় দিয়েছে তা রাজ্যবাসী পরক করেছেন৷ এ ধরনের কার্যকলাপ এর যোগ্য জবাব দিতে রাজ্যের শান্তিকামী জনগণ প্রস্তুত বলে তিনি অভিমত ব্যক্ত করেন৷ তিনি বলেন আগরতলা সহ রাজ্যের বিভিন্ন স্থানে বিরোধীদলের অফিসে হামলা ভাঙচুর এবং অগ্ণিসংযোগ করা হয়েছে৷ এ ধরনের কার্যকলাপ এর মধ্য দিয়ে বিরোধীদের আন্দোলন দমিয়ে রাখা যাবে না বলে তিনি মন্তব্য করেন৷মানুষের বাক সধীনতা এবং রাজনৈতিক অধিকার কেড়ে নেওয়ার চক্রান্তের বিরুদ্ধে শান্তিকামী জনগণকে ঐক্যবদ্ধ আন্দোলনে শামিল হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি৷
2020-11-28

