ট্রেড ইউনিয়নের ডাকা বনধ রাজ্যে সর্বাত্মক, দাবি বামেদের

আগরতলা, ২৬ নভেম্বর (হি.স.)৷৷ হামলা, হুমকি উপেক্ষা করে ট্রেড ইউনিয়নের ডাকা বনধ ত্রিপুরার জনগণ সার্বিকভাবে সর্বাত্মক সফল করেছেন৷ এক বিবৃতিতে বামেরা এই দাবি করেছেন৷


বিবৃতিতে বলা হয়েছে, আজ ১০টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও বিভিন্ন সেক্টরের জাতীয় ফেডারেশনগুলি কেন্দ্রীয় সরকারের শ্রমিক ও কৃষক বিরােধী আইন প্রত্যাহারের দাবিতে দেশব্যাপী সাধারণ ধর্মঘটের আহ্বান জানিয়েছিল৷ ত্রিপুরা বামফ্রন্ট কমিটি এই ধর্মঘটের প্রতি সমর্থন জানিয়েছিল৷ ত্রিপুরায় এই ধর্মঘটকে বানচাল করার জন্য বিজেপি-র হুমকি, হামলা উপেক্ষা করে রাজ্যের জনগণ ধর্মঘটকে সার্বিকভাবে সর্বাত্মক সফল করায় ত্রিপুরা বামফ্রন্ট কমিটি জনগণকে অভিনন্দন জানাচ্ছে৷

বামেদের দাবি, ধর্মঘট বানচালে ব্যর্থ হয়ে বিজেপি-আশ্রিত সমাজবিরােধীরা সিআইটিইউ রাজ্য দফতর, বামফ্রন্টের শরিক সিপিআই-এর রাজ্য দফতর এবং এসইউসিআই (সি)-র রাজ্য দফতরে সশস্ত্র হামলা চালিয়েছে৷ আগুনে ভস্মীভূত করা হয়েছে সাব্রুমের বটতলা, ছােটখিলের সিপিআই (এম) কার্যালয় এবং বটতলার একটি দোকান৷ বিজেপি-আশ্রিত দুসৃকতীরা সাব্রুমের ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি (হ-গ-ব)-র মহকুমা কার্যালয়টিও আগুনে ভস্মীভূত করেছে৷ এমন-কি, গন্ডাছড়াস্থিত সিপিআই (এম)-এর মহকুমা দফতরে তালা লাগানাে হয়েছে৷ বামেরা বলেন, কুমারঘাট, জিরানিয়া, খােয়াই প্রভৃতি স্থানে নিগৃহীত হয়েছেন আটজন সিপিআই (এম) কর্মী৷ এ-ছাড়া বিজেপি-র সমাজদ্রোহীদের হামলায় বক্সনগরে একজন সাংবাদিক আহত হয়েছেন৷ হামলা চালানাে হয়েছে মেলারমাঠের একটি হােটেলে এবং একজনকে আহত করা হয়েছে৷


বামেরা বিবৃতিতে দাবি করেছেন, সিপিআই রাজ্য দফতর আজ বন্ধ ছিল৷ শাবল দিয়ে দরজা ভেঙে অফিসের যাবতীয় আসবাবপত্র ভেঙে ড্রেনে ফেলে দিয়েছে দুসৃকতিকারীরা৷ সাথে বই-কাগজপত্র বিনষ্ট করেছেন তারা৷ ত্রিপুরা বামফ্রন্ট কমিটি বিজেপি-র সশস্ত্র দুষৃকতীদের এ-সব ফ্যাসিস্টসুলভ আক্রমণের তীব্র নিন্দা করেছে এবং ওই সমস্ত ঘটনার সঙ্গে যুক্ত অপরাধীদের অবিলম্বে গ্রেফতার ও আইনানুগ শাস্তির দাবি জানিয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *