আগরতলা, ২৭ নভেম্বর (হি. স.) : পশ্চিম জেলার চারটি পুর ও নগর সংস্থার সীমানা ও ওয়ার্ড সংখ্যা পুনঃনির্ধারণ (ডিলিমিটেশন) সংক্রান্ত এক সর্বদলীয় বৈঠক আজ পশ্চিম ত্রিপুরা জেলাশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এদিন জেলাশাসক ডা. শৈলেশ কুমার যাদব ডিলিমিটেশন সংক্রান্ত খসড়া তালিকাটি বিভিন্ন দলের প্রতিনিধিদের সামনে তুলে ধরেন। ২১ নভেম্বর নগরউন্নয়ন দপ্তরের এই সংক্রান্ত নােটিফিকেশনের ভিত্তিতে ২৬ নভেম্বর খসড়া তালিকাটি প্রকাশিত হয়েছে। ২৭ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত সমস্ত দল এই খসড়া তালিকাটির উপর দাবি আপত্তি জানাতে পারবে। দাবি আপত্তির নিস্পত্তি করা হবে ৮ ডিসেম্বর। ১০ ডিসেম্বর চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে।
এদিন পশ্চিম জেলার জেলাশাসক ডা শৈলেশ কুমার যাদব জানান, এই জেলার অন্তর্গত চারটি পুর ও নগর সংস্থা রয়েছে। আগরতলা পুর নিগম, মােহনপুর পুর পরিষদ ও রাণীর বাজার পুর পরিষদ এবং জিরানীয়া নগর পঞ্চায়েত। এই খসড়া তালিকায় আগরতলা পুর নিগমের ওয়ার্ড সংখ্যা ৪৯ থেকে বাড়িয়ে ৫১ করার প্রস্তাব করা হয়েছে। মােহনপুর পুর পরিষদের ওয়ার্ড সংখ্যা ১৩ থেকে বাড়িয়ে ১৫ করার প্রস্তাব করা হয়েছে। রাণীর বাজার পুর পরিষদ ও জিরানীয়া নগর পঞ্চায়েতের ওয়ার্ড সংখ্যা অপরিবর্তিত রাখা হয়েছে। আগরতলা পুর নিগমের মােট ৫১টি ওয়ার্ডের মধ্যে ১৩টি তপশীলি জাতি সংরক্ষিত, ২টি জনজাতি সংরক্ষিত ও ২৫ টি থাকবে মহিলা সংরক্ষিত। রাণীর বাজার পুর পরিষদের ১৩টি ওয়ার্ডের মধ্যে ৩টি তপশীলি জাতি সংরক্ষিত ও ৬টি মহিলা সংরক্ষিত আসন থাকবে। জিরানীয়া নগর পঞ্চায়েতের মােট ১১টি ওয়ার্ডের মধ্যে ৩টি তপশীলি জাতি সংরক্ষিত, ১টি জনজাতি সংরক্ষিত ও ৫টি মহিলা সংরক্ষিত। মােহনপুর পুর পরিষদের মােট ১৫টি ওয়ার্ডের মধ্যে ৫টি তপশীলি জাতি সংরক্ষিত ও ৩টি মহিলা সংরক্ষিত আসন থাকবে। বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিগণ এই বৈঠকে উপস্থিত ছিলেন।