BRAKING NEWS

কারবি আংলঙের জঙ্গল থেকে গ্রেফতার জঙ্গি নেতা, উদ্ধার আগ্নেয়াস্ত্র

ডিফু (অসম), ২৭ নভেম্বর (হি.স.) : কারবি আংলং জেলার প্রত্যন্ত থেকেরাজান থেকে অস্ত্রশস্ত্র সহ গ্রেফতার করা হয়েছে জঙ্গি সংগঠন পিপলস ডেমোক্র্যাটিক কাউন্সিল ফর কারবি-লংরি (পিসিডিকে)-র সাধারণ সম্পাদক নংমে তুংজাং ওরফে সঞ্জীব ফাংচুকে।

শুক্রবার কারবি আংলং পুলিশের জনৈক আধিকারিকের কাছে  জানা গেছে, গোপন সূত্রের খবরের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে কারবি আংলং জেলার অতিরিক্ত পুলিশ সুপার নাহিদ করিশ্মা, ডিফু সদর থানার সাব-ইনস্পেক্টর অকন তেরন ও বকলিয়াঘাট থানার ওসি মনজিৎ তেরাঙের নেতৃত্বে বকলিয়াঘাট থানার অন্তর্গত থেকেরাজান নামের প্রত্যন্ত এলাকার পাহাড়ে ঘন জঙ্গলে আত্মগোপনকারী পিসিডিকে নামের জঙ্গি সংগঠনের শীর্ষ নেতাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন তাঁরা।

ধৃত জঙ্গি নেতার হেফাজত থেকে একটি  ৭ . (পয়েন্ট) ৬৫ পিস্তল, চার রাউন্ড সক্রিয় গুলি, দুটি দামি মোবাইল হ্যান্ড সেট এবং বেশ কিছু অর্থ দাবি পত্রের সঙ্গে আপত্তিজনক নথিপত্র উদ্ধার করেছে পুলিশের অভিযানকারী দল।

পিপলস ডেমোক্র্যাটিক কাউন্সিল ফর কারবি-লংরি-র শীর্ষ এই নেতাকে গ্রেফতার করায় জঙ্গি সংগঠনটি জোরদার ধাক্কা খেয়েছে বলে দাবি করছে পুলিশ প্রশান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *