BRAKING NEWS

জামিন আর্জি পিছোল লালুর, পরবর্তী শুনানি ১১ ডিসেম্বর

রাঁচি, ২৭ নভেম্বর (হি.স.): আপাতত স্বস্তি পাচ্ছেন না বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব। এর আগে ৯ নভেম্বর লালু প্রসাদ যাদবের জামিন নিয়ে শুনানি হওয়ার কথা ছিল ঝাড়খণ্ড হাইকোর্টে। সিবিআইয়ের আর্জি মেনে সেই শুনানি পিছিয়ে যায় ২৭ নভেম্বর পর্যন্ত। কিন্তু, শুক্রবার অর্থাৎ ২৭ নভেম্বর ফের পিছিয়ে গেল লালুর জামিনের আবেদনের শুনানি। পরবর্তী শুনানি হবে আগামী ১১ ডিসেম্বর। মুখ্যমন্ত্রী থাকাকালীন পশুখাদ্য কেলেঙ্কারির একাধিক মামলায় দোষী সাব্যস্ত লালু ২০১৭-র ডিসেম্বর থেকে জেলে রয়েছেন।


শুক্রবার ঝাড়খন্ড হাইকোর্টে পশুখাদ্য কেলেঙ্কারির দুমকা ট্রেজারি মামলায় লালুর জামিনের আবেদনের শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু, এদিনও লালুর জামিন আর্জি পিছিয়ে দেওয়া হয়েছে। পরবর্তী শুনানি হবে আগামী ১১ ডিসেম্বর। লালুর আইনজীবী প্রভাত কুমার জানিয়েছেন, ‘জামিন আর্জি নিয়ে পরবর্তী শুনানি ১১ ডিসেম্বর। নিম্ন আদালত থেকে লালু প্রসাদ যাদবের অর্ধেক-সাজা সম্পর্কিত রেকর্ড আনতে বলা হয়েছে আমাদের।’


লালুর জামিন আর্জি পুনরায় পিছিয়ে যাওয়ায় মন খারাপ রাষ্ট্রীয় জনতা (দল আরজেডি)-এর। আরজেডি মুখপাত্র স্মিতা লাকরা জানিয়েছেন, ‘লালুজির জামিন আর্জি যখনই পিছিয়ে যায়, তখনই গোটা দলের মন খারাপ হয়ে যায়। কিন্তু আমরা আশাবাদী পরবর্তী শুনানিতে তিনি জামিন পেয়ে যাবেন। লালু জি জেলের সমস্ত বিধিবিধান মেনে চলছেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *