ওয়াশিংটন, ২৭ নভেম্বর (হি.স.): আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ফলাফল ঘোষণার পর থেকেই নিজের হার মানতে তিনি নারাজ। জো বাইডেনের জয় মানতেও চাইছেন না ডোনাল্ড ট্রাম্প। আইনি চ্যালেঞ্জ জানিয়েছিলেন, আদালতেও ধাক্কা খেয়েছেন। এবার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দিলেন, যদি ইলেক্টোরাল কলেজ বাইডেনকে জয়ী ঘোষণা করে, তাহলে হোয়াইট হাউস ছেড়ে চলে যাব। ট্রাম্পকে প্রশ্ন করা হয়, যদি ইলেক্টোরাল কলেজ বাইডেনকে জয়ী ঘোষণা করে, তাহলে কী আপনি হোয়াইট হাউস ছেড়ে দেবেন? উত্তরে ট্রাম্প জানিয়েছেন, ‘অবশ্যই এমনটা করব, আপনারা তা জানেন।’ কিন্তু, তাঁরা যদি এমনটা করেন, তাহলে অনেক বড় ভুল করবেন।
প্রসঙ্গত, আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ৩০৬টি ভোটে জয়ী হয়েছেন ডেমোক্র্যাক্ট জো বাইডেন এবং ডোনাল্ড ট্রাম্পের ঝুলিতে ২৩২টি ভোট। নির্বাচনকে ‘জালিয়াতি’ আখ্যা দিয়ে ট্রাম্প বলেছেন, ‘আমেরিকার ভোটিং পরিকাঠামো তৃতীয় বিশ্বের দেশের মতো।’