গুজরাটের রাজকোটে কোভিড হাসপাতালে আগুন, মৃত্যু ৫ জন রোগীর

রাজকোট, ২৭ নভেম্বর (হি.স.): গুজরাটের রাজকোটে কোভিড-১৯ হাসপাতালে অগ্নিকাণ্ডে প্রাণ হারালেন ৫ জন রোগী। বৃহস্পতিবার গভীর রাত একটা নাগাদ রাজকোট শহরের মাভদি এলাকার আনন্দ বাংলা চকে অবস্থিত উদয় শিবানন্দ কোভিড হাসপাতালে আগুন লাগে। হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) আগুন লাগে। সেই সময় আইসিইউ-তে মোট ৩৩ জন রোগী ছিলেন, নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে ২৮ জনকে। তাঁদের মধ্যে সামান্য দগ্ধ হয়েছেন ৬ জন রোগী। কিন্তু, অগ্নিকাণ্ডে ৫ জন রোগী প্রাণ হারিয়েছেন।


সূত্রের খবর, কোভিড-১৯ হাসপাতালে দোতলায় শর্টসার্কিটের কারণেই সম্ভবত আগুনের সূত্রপাত হয়। দমকল কর্মীদের প্রচেষ্টায় পরে আগুন নিয়ন্ত্রণে আসে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। পাশাপাশি আগুন লাগার প্রকৃত কারণও খতিয়ে দেখা হচ্ছে। দমকল আধিকারিক জে বি থেভা জানিয়েছেন, রাত একটা নাগাদ আইসিইউ-তে আগুন লাগে। অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন ৫ জন করোনা-রোগী। পরে আইসিইউ-তে লাগা আগুন নিভিয়ে ফেলা হয়। দগ্ধ অবস্থায় ৬ জনকে গোকুল হাসপাতালে ভর্তি করা হয়েছে।