BRAKING NEWS

মেঘালয়ে ইনার লাইন পারমিট প্রবর্তনের দাবি, শিলঙের রাজপথে বিক্ষোভ মিছিল

শিলং, ২৭ নভেম্বর (হি.স.) : রাজ্যে ইনার লাইন পারমিট প্রবর্তনের ব্যাপারে কেন্দ্রের ভূমিকায় অসন্তুষ্ট কনফেডারেশন অব মেঘালয় সোশ্যাল অর্গানাইজেশন শুক্রবার শিলঙে বিক্ষোভ প্রদর্শন করেছে। হাতে ব্যানার নিয়ে সংগঠিত বিক্ষোভে শিলঙের মটফ্রান (বড়বাজার), খানডাই লাড (পুলিশবাজার) এবং অন্যান্য স্থানে অতি শীঘ্র ইনার লাইন পারমিট চালু করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দৃষ্টি আকর্ষণের চেষ্টা হয়েছে।

প্রসঙ্গত, মেঘালয়ের আদিবাসী জনগণের স্বার্থ রক্ষায় ইনার লাইন পারমিট একমাত্র কার্যকরী পদক্ষেপ বলে মনে করছে রাজ্যে রাজ্যের জনজতি ভিত্তিক বিভিন্ন সংগঠন। ফলে, এদিনের আন্দোলনে ব্যানারে ইনার লাইন পারমিটের পক্ষে এবং নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে সুর চওড়া করা হয়েছে। উল্লেখ্য, ইনার লাইন পারমিটের দাবি ২০১৩ সালে বাতিল করে দেওয়ার পর থেকে তা আরও জোরালোভাবে উঠছে। কারণ, মেঘালয় সরকার রাজ্যের নাগরিকদের সুরক্ষা এবং নিরাপত্তায় ২০১৬ সালে পৃথক আইন এনেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *