ওয়াশিংটন, ২৬ নভেম্বর (হি. স.) : মার্কিন যুক্তরাষ্ট্রে করোনার মৃত্যুঝড়ের মধ্যেই বৃহস্পতিবার ‘থ্যাঙ্কস গিভিং’ উৎসব পালনে মেতে উঠেছেন মার্কিন নাগরিকরা। গত ২৪ ঘন্টায় দেশে মারণ ভাইরাসের ছোবলে প্রাণ হারিয়েছেন ২ হাজার ৪৩৯ জন। যা গত ছয় মাসের মধ্যে সর্বোচ্চ।
মারণ ভাইরাসে বিশ্বের মধ্যে সবচেয়ে বিপর্যস্ত মার্কিন যুক্তরাষ্ট্র। সংক্রমণ আর মৃত্যুর নিরিখে এখনও পর্যন্ত বিশ্বে শীর্ষেই রয়েছে সবচেয়ে শক্তিধর দেশটি। মাঝে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও চলতি মাসের শুরু থেকে ফের মহামারী তাণ্ডব শুরু করেছে। আক্রান্তের সংখ্যা যেমন লাফিয়ে বাড়ছে, তেমনই মৃত্যুর মিছিলও দীর্ঘ হচ্ছে। বুধবার দেশে প্রাণ হারিয়েছিলেন ২ হাজার ১৪৬ জন। পাশাপাশি নতুন করে আক্রান্ত হয়েছেন ২ লক্ষের বেশি মানুষ। ফের দৈনিক সংক্রমণ ও মৃত্যুর হার বৃদ্ধি পাওয়ায় চিন্তায় স্বাস্থ্য বিশেষজ্ঞরা।