জন্মদিনে শুভেচ্ছার জোয়ারে ভাসলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৫ নভেম্বর (হি.স.)৷৷ জন্মদিনে শুভেচ্ছার জোয়ারে ভাসলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিজেপি-র শীর্ষ নেতৃত্ব আজ (বুধবার) তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন৷ আগরতলায় দলীয় কার্যালয়ে তাঁর জন্মদিন উপলক্ষ্যে মহিলা মোর্চা রক্তদান শিবিরের আয়োজন করেছে৷ এদিন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব রাজ্যবাসী সহ তাঁর সমস্ত শুভাকাঙ্ক্ষীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন৷ আজ তিনি দলীয় কার্যকর্তা এবং ত্রিপুরাবাসীর সাথে ৫০ তম জন্মদিন পালন করছেন৷
এদিন ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ তিনি এক টুইট বার্তায় বলেন, জন্মদিনে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে শুভেচ্ছা জানাচ্ছি৷ ত্রিপুরার উন্নয়নে তাঁর প্রচেষ্টা প্রশংসনীয়৷ ভগবানের কাছে তাঁর দীর্ঘ ও সুস্থ জীবন প্রার্থনা করছি৷


এছাড়া বিপ্লব কুমার দেবকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ৷ এক টুইট বার্তায় তিনি বলেন, ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের জন্মদিনের শুভেচ্ছা রইল৷ আপনি রাজ্যের উন্নয়ন ও কল্যাণে নিরলসভাবে কাজ চালিয়ে যাচ্ছেন৷ আপনার দীর্ঘ এবং স্বাস্থ্যকর জীবনের জন্য প্রার্থনা করছি৷
ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডাও৷ তিনি এক টুইট বার্তায় বলেন, ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে জন্মদিনের শুভেচ্ছা৷ মেক ইন ইন্ডিয়া এবং ত্রিপুরাকে একটি মডেল রাজ্য হিসাবে গড়ে তোলার ক্ষেত্রে তাঁর প্রচেষ্টা প্রশংসনীয়৷ তিনি সুস্বাস্থ্য এবং দীর্ঘ জীবন লাভ করুন, প্রার্থনা করে বলেন জেপি নাড্ডা৷ এদিকে, ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে খুবই রঙিন বার্তা পাঠিয়েছেন অসমের স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা৷ তিনি এক টুইট বার্তায় বলেন, প্রিয়বিপ্লব কুমার দেব, আপনার জন্মদিনে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং শুভ কামনা জানাচ্ছি৷ পরিশ্রম এবং প্রতিশ্রুতি পূরণই আপনার সম্পত্তি৷ ঈশ্বরের কাছে প্রার্থনা করি, ত্রিপুরার মানুষের সেবা করতে সক্ষম হবার জন্য আপনাকে সর্বদা সুস্থ রাখুক৷ এছাড়া, প্রদেশ বিজেপি সভাপতি সহ বহু বিশিষ্ট ব্যক্তি, রাজনৈতিক নেতৃত্ব এবং কেন্দ্রীয় মন্ত্রী ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন৷


আজ বিজেপি-র ত্রিপুরা প্রদেশ মুখ্য কার্যালয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের জন্মদিন উপলক্ষ্যে বৃক্ষরোপণ এবং রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়েছিল৷ ওই কর্মসূচিতে অংশ নেওয়ার পর মুখ্যমন্ত্রী বলেন, ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশ কার্যালয়ে মহিলা মোর্চা দ্বারা আয়োজিত রক্তদান কর্মসূচির আগে বৃক্ষরোপণ করেছি৷ আমাদের মনে রাখতে হবে, একটি গাছ, একটি প্রাণ৷ দূষণ রুখতে, পরিবেশের ভারসাম্য বজায় রাখতে আরও বেশি বেশি করে বৃক্ষরোপণ প্রয়োজন৷ সাথে তিনি যোগ করেন, ভারতীয় জনতা মহিলা মোর্চা দ্বারা আয়োজিত রক্তদান শিবিরেও অংশগ্রহণ করেছি৷ রক্তদান-জীবনদান৷ একজন সুস্থ মানুষের সামান্য রক্তই একজন মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচাতে পারে৷ তাই আরও বেশি করে এ ধরনের কর্মসূচির উদ্যোগ সমাজের সর্বস্তরে প্রয়োজন, বলেন তিনি৷
এদিকে, আজ মুখ্যমন্ত্রী সস্ত্রীক মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে গিয়ে পূজা দিয়েছেন৷ মাতা ত্রিপুরেশ্বরীর কাছে ত্রিপুরাবাসী-র মঙ্গল কামনা করেছেন৷