ধর্মঘট ব্যর্থ করার জন্য আহ্বান জানিয়েছে কর্মচারী ফেডারেশন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ নভেম্বর৷৷ আগামী ২৬ শে নভেম্বর ট্রেড ইউনিয়নগুলোর ডাকা ধর্মঘট ব্যর্থ করার জন্য আহ্বান জানিয়েছে ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশন৷ মঙ্গলবার জ্যাকসন গেটে ফেডারেশনের অফিস আয়োজিত সাংবাদিক সম্মেলনে ফেডারেশনের সভাপতি শান্তি রঞ্জন দেবনাথ এক সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানান৷


এ বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে ফেডারেশনের সভাপতি শান্তি রঞ্জন দেবনাথ বলেন এই পথ সর্বনাশ ডেকে আনবে৷ একদিকে করোনা ভাইরাস সংক্রমণ জনিত পরিস্থিতিতে দেশের মানুষ চরম দূর্দশার সম্মুক্ষিন৷ এই সংকটময় মুহূর্তে ট্রেড ইউনিয়ন গুলি যে ধর্মঘটের ডাক দিয়েছে তা শ্রমিক মেহনতি মানুষের জন্য সর্বনাশ ডেকে আনবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন৷

এ ধরনের ধর্মঘট অর্থনীতির ওপর চরম আঘাত নামিয়ে আনবে৷সে কারণেই এ ধরনের সর্বনাশা বন্ধে শামিল না হয় জনজীবন স্বাভাবিক রাখতে আপামর রাজ্যবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি৷শ্রমিক শিক্ষক-কর্মচারীদের ঐদিন যথারীতি সুকল অফিস কলেজ সহ অন্যান্য স্থানে কর্মস্থলে যেতে অনুরোধ জানিয়েছেন তিনি শ্রমিক মেহনতি মানুষ সহ সকল অংশের মানুষের ওপর চরম আঘাত সৃষ্টিকারী এবং প্রত্যাহার করতে আহ্বান জানিয়েছেন ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশনের নেতৃবৃন্দ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *