একাংশ দলীয় বিধায়ক ও নেতার অসন্তোষ, নজরে রেখেছে প্রদেশ বিজেপির শৃঙ্খলা কমিটি : প্রধান মুখপাত্র

আগরতলা, ২৪ নভেম্বর (হি.স.)৷৷ ত্রিপুরায় একাংশ স্বদলীয় বিধায়ক এবং নেতার দলবিরোধী কাজকর্ম নজরদারি করছে শৃঙ্খলা কমিটি৷ প্রয়োজনবোধে সময় মতো ব্যবস্থা নেওয়া হবে৷ আজ মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে এ-কথা জানালেন বিজেপির ত্রিপুরা প্রদেশ প্রধান মুখপাত্র সুব্রত চক্রবর্তী৷


সম্প্রতি ত্রিপুরায় বেশ কয়েকজন বিধায়ক দলের বিরুদ্ধে আওয়াজ তুলছেন৷ দলীয় কাজকর্মে তাঁরা অসন্তোষ প্রকাশ করেছেন৷ এমন-কি ব্যক্তিগত ফেসবুক, টুইটার অ্যাকাউন্ট থেকে তাঁরা দলের শীর্ষ নেতৃত্বের প্রতি অসন্তোষের সাথে অনাস্থাও প্রকাশ করেছেন৷ গতকাল সুরমা বিধানসভা কেন্দ্রের বিধায়ক আশিস দাস মুখ্যমন্ত্রী এবং দলকে জড়িয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন৷

এ-সমস্ত বিষয় প্রদেশ বিজেপির শীর্ষ নেতৃত্বের নজরে এসেছে৷ এ-ব্যাপারে সুব্রতবাবু বলেন, কোনও নেতাই দলের শৃঙ্খলা ভঙ্গ করতে পারেন না৷ একাংশ দলীয় বিধায়ক এবং নেতার গতিবিধি শৃঙ্খলা কমিটি নজরে রেখেছে৷ তাঁরা সামগ্রিক বিষয় পর্যালোচনা করছেন৷ প্রয়োজনবোধে শৃঙ্খলা কমিটি ব্যবস্থা নেবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *