রাজ্যের পৃথক স্থানে দুইজনের অস্বাভাবিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ নভেম্বর৷৷ রাজধানী আগরতলা শহর সংলগ্ণ বড়কুমারী মালাকার পাড়া থেকে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ স্থানীয় জনগণের কাছ থেকে খবর পেয়ে কলেজটিলা আউট পোস্টের পুলিশ গিয়ে ঝুলন্ত মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে৷


এদিকে কল্যাণপুর থানা এলাকায় খাস কল্যাণপুরে সোমবার সকালে এক দিনমজুর নিজ বাড়িতেই ফাঁসিতে আত্মহত্যা করেছে৷ তার নাম সুবোধ শীল৷ ফাঁসিতে শ্রমিকের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই এলাকায় শোকের ছায়া নেমে আসে৷ প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে, অভাব অনটনের কারণেই ঐ শ্রমিক আত্মহত্যার পথ বেছে নিয়েছে৷


ঘটনার খবর পেয়ে কল্যাণপুর থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কল্যাণপুর হাসপাতাল মর্গে পাঠায়৷ এ ব্যাপারে অস্বাভাবিক মৃত্যু জনিত মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷
প্রসঙ্গত, রাজ্যে অস্বাভাবিক মৃত্যুর ঘটনা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে তাতে তথ্যাভিজ্ঞ মহলে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে৷ এই ব্যাপারে প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্ত প্রয়োজন বলে দাবী উঠেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *