নেশা সামগ্রীসহ দুই যুবক আটক

নিজস্ব প্রতিনিধি, সোনামুড়া, ২৩ নভেম্বর৷৷ যাত্রাপুর থানা এলাকা থেকে পুলিশ ৫ লক্ষাধিক টাকার নেশা সামগ্রী সহ দুই জনকে আটক করেছে৷ জানা যায়, নেশা জাতীয় ট্যাবলেট সহ অন্যান্য সামগ্রী নিয়ে তারা পাচারের উদ্দেশ্যে উৎপেতে বসে রয়েছিল৷ সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে যাত্রাপুর থানার পুলিশ অভিযানে চালিয়ে তাদেরকে নেশা সামগ্রী সহ আটক করতে সক্ষম হয়৷

তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় যাত্রাপুর থানায় মামলা গ্রহিত হয়েছে৷ জানা গেছে, এর আগেও তাদের বিরুদ্ধে নেশা জাতীয় সামগ্রী মজুত ও পাচার করার বিষয়ে একাধিক মামলা রয়েছে৷ পুলিশ অনেকদিন ধরেই তাদের খুঁজছিল৷ অবশেষে আটক হয়েছে দুই নেশা কারবারি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *