করোনা মোকাবিলায় চিকিৎসকদের সাহায্য করার জন্য এমবিবিএস পড়ুয়া ও দন্ত চিকিৎসকদের নির্দেশ দিলেন কেজরিওয়াল

নয়াদিল্লি, ২৩ নভেম্বর (হি. স.): দিল্লিতে ক্রমাগত বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। এমন পরিস্থিতিতে করোনা মোকাবিলা করার জন্য চিকিৎসকদের সহায়তা করার লক্ষ্যে এমবিবিএস পড়ুয়া, দন্ত চিকিৎসকদের এগিয়ে আসার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।


পর্যাপ্ত পরিমাণে স্বাস্থ্য কর্মীর অভাব দেখা দিয়েছে দিল্লিজুড়ে। সেই কারণে করোনা হাসপাতাল এবং আইসিইউতে চিকিৎসকদের সহায়তা করার জন্য চতুর্থ ও পঞ্চম বর্ষের এমবিবিএস পড়ুয়াদের সহায়তা করার জন্য নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। দিল্লিতে সক্রিয় করোনায় আক্রান্তের সংখ্যা ৪০ হাজার ২১২। সুস্থ হয়ে উঠেছে ৪ লক্ষ ৮১ হাজার ২৬০। মৃত্যু হয়েছে ৮ হাজার ৩৯১। চিকিৎসকদের সাহায্য করার জন্য এমবিবিএস পড়ুয়া এবং দন্ত চিকিৎসকদের সাম্মানিক ভাতা দেওয়া হবে।