নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ নভেম্বর৷৷ রাজধানীর চন্দ্রপুর টাটা কালীবাড়ির ঘটনার পুনরাবৃত্তি এয়ারপোর্ট থানার অন্তর্গত দিঘালিয়া কৃষ্ণ কলোনি এলাকায়৷ ন্যাক্কার জনক এই ঘটনাটি ঘটে শনিবার দুপুরে৷ ঘটনার বিবরণে জানা যায় এলাকার এক মহিলার স্বামীর সাথে নির্যাতিতার অবৈধ সম্পর্ক রয়েছে, এই অভিযোগ তুলে শনিবার নির্যাতিতাকে বিদ্যুতের খুঁটির সাথে বেধে বেধড়ক ভাবে নির্যাতন করা হয়৷
জানা যায় নির্যাতিতা শনিবার মেয়ের বাড়িতে গিয়েছিল৷ মেয়ের বাড়ি থেকে নির্যাতিতাকে চুলের মুঠি ধরে টেনে নিয়ে আসে অভিযুক্তরা৷ পরে এলাকায় বিদ্যুতের খুঁটিতে বেধে নির্যাতিতাকে মারধর করা হয়৷ এমনকি নির্যাতিতার মেয়ে মাকে বাচাতে এগিয়ে আসলে তাকেও মারধর করে অভিযুক্তরা৷ ঘটনার পর শনিবার বিকালে নির্যাতিতার পক্ষ থেকে এয়ারপোর্ট থানায় একটি মামলা দায়ের করা হয়৷ সেই মোতাবেক পুলিশ পাঁচ অভিযুক্তকে গ্রেপ্তার করে৷
এসডিপিও প্রিয়া মাধুরি মজুমদার জানান শনিবার দুপুরে বিট পুলিশ পেট্রোলিং করার সময় ঘটনাটি তাদের নজরে আসে৷ তখন বিট পুলিশ অফিসার ঘটনার বিষয়ে এয়ারপোর্ট থানার পুলিশকে জানায়৷ দ্রুত থানা থেকে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়, এবং নির্যাতিতাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে৷ পরবর্তী সময় নির্যাতিতার পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়৷ সেই অভিযোগের ভিত্তিতে সবিতা ঘোষ, রূম্পা ঘোষ, ববিতা ঘোষ, গৌরী ঘোষ ও ঝুমা ঘোষ নামে ৫ জ জনকে আটক করা হয়েছে৷ রবিবার ৫ দিনের পুলিশ রিমান্ডের আর্জি জানিয়ে ধৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে৷ ধৃতদের পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ চালানো হবে এই ঘটনার সাথে আর কে কে যুক্ত রয়েছে৷