নয়াদিল্লি, ২২ নভেম্বর (হি. স.): উত্তরপ্রদেশের মির্জাপুর এবং সোনভদ্র জেলায় গ্রামীণ পানীয় জল প্রকল্পের শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজধানী দিল্লিতে বসে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে করেন তিনি।
রবিবার এই অনুষ্ঠানে উপস্থিত থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়েছেন, বিগত ৭০ বছরে রাজ্যের বিন্দ্য অঞ্চলের ৩৯৮ গ্রামে পানীয় জল সরবরাহ পৌঁছে দেওয়া গিয়েছে। এই প্রকল্পের মাধ্যমে আরো ৩ হাজার গ্রামে পানীয় জল পৌঁছে দেওয়া যাবে। মির্জাপুর এবং সোনভদ্র জেলার প্রায় ৪২ লক্ষ জনগণ এই প্রকল্পের মাধ্যমে উপকৃত হবে। এই প্রকল্পের দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে গ্রামীণ জল এবং শৌচ কমিটি বা জল সমিতিকে। এর জন্য বরাদ্দ করা হয়েছে ৫,৫৫৫.৩৮ কোটি টাকা। আগামী ২৪ মাসের মধ্যে গড়ে তোলা হবে।