নয়াদিল্লি, ২২ নভেম্বর (হি. স.): সন্ত্রাসবাদের বাড়বাড়ন্তের পেছনে তোষণের মনোভাব দায়ী বলে মনে করে ন কেন্দ্রীয় মন্ত্রী তথা বর্ষীয়ান অভিনেতা গিরিরাজ সিং।
রবিবাসরীয় প্রভাতে নিজের টুইট বার্তায় গিরিরাজ লিখেছেন, সন্ত্রাসবাদ এবং ধর্মান্তকরণের মতন বিষের শিকড় হচ্ছে তোষণ। এই শিকড় এর ওপর আঘাত হানতে হবে।
উল্লেখ করা যেতে পারে সম্প্রতি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়েছিলেন যে লাভ জিহাদ এবং জোর করে ধর্মান্তকরণের বিরুদ্ধে কঠোর আইন প্রণয়ন করবে উত্তরপ্রদেশ সরকার। এমনকি মধ্যপ্রদেশ সরকারও লাভ জিহাদের বিরুদ্ধে কঠোর আইন প্রণয়নের কথা সম্প্রতি বলেছিল। এই প্রসঙ্গে শনিবার গিরিরাজ সিং জানিয়েছিলেন, সামাজিক সম্প্রীতি জন্য ক্যান্সার হয়ে দেখা দিয়েছে লাভ জিহাদ। একাধিক রাজ্য এর বিরুদ্ধে আইন প্রণয়ন করতে উদ্যত হয়েছে। বিহারকেও চিন্তাভাবনা করা উচিত।

