প্রতাপগড় বাজারে বিধবংসী অগ্ণিকাণ্ড ১২টি দোকান পুড়ে ছাই, আংশিক ক্ষতি সাতটির

আগরতলা, ২০ নভেম্বর (হি.স.)৷৷ ভর-দুপুরে বিধবংসী অগ্ণিকাণ্ডে ত্রিপুরার রাজধানী আগরতলায় প্রতাপগড় বাজারে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে৷ ওই বাজারে ১২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে৷ আরও সাতটি দোকান অনেকাংশ পুড়েছে৷ দমকল বাহিনীর সময়মতো তৎপরতায় বড়সড় ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে বলে দাবি স্থানীয়দের৷


এ-বিষয়ে সদর মহকুমাশাসক অসীম সাহা বলেন, প্রতাপগড় বাজারে শেড-এ ব্যবসা করছে এমন ১২টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে৷ সাথে ওই দোকানগুলির পার্শবর্তী সাতটি দোকান অনেকটাই পুড়ে গেছে৷ তিনি বলেন, ক্ষয়ক্ষতির সমস্ত তথ্য জোগাড় করা হচ্ছে৷ আপাতত এসডিআরএফ তহবিল থেকে তাদের সামান্য আর্থিক সহায়তা করা হবে৷

এদিন প্রতাপগড় বাজারে আগুন আয়ত্তে আনতে দমকলের চারটি ইঞ্জিনের সর্বোচ্চ প্রয়াসে সফল হয়েছে৷ মহারাজগঞ্জ বাজার, আগরতলা, বাধারঘাট এবং কুঞ্জবন থেকে চারটি ইঞ্জিন ওই আগুন নিয়ন্ত্রণে এনেছে৷ স্থানীয়দের বক্তব্য, সময়মতো দমকল বাহিনী না আসলে আরও বেশি ক্ষয়ক্ষতি হতো৷ আগুনের সূত্রপাত সম্পর্কে স্থানীয়দের দাবি, খাবারের দোকানের চুল্লি থেকেই আগুন ছড়িয়ে পড়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *