নিজস্ব প্রতিনিধি, গন্ডাছড়া, ১৯ নভেম্বর৷৷ দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজার মহাকুমার মন পাথর থানা এলাকায় পথ দূর্ঘটনায় ১ ব্যক্তি গুরুতরভাবে আহত হয়েছে৷ অপরদিকে ধলাই জেলার গন্ডাছড়া অমরপুর সড়কের গছিরাম এলাকায় বাইকএবং গাড়ির সংঘর্ষে এক ব্যক্তি গুরুতরভাবে আহত হয়েছে৷ দুটি ক্ষেত্রেই আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে৷
ঘটনার বিবরণে জানা যায় দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজার মহাকুমার মন পাথর থানা এলাকার জোলাই বাড়ি উদয়পুর সড়কে দশমী রিয়াং পাড়ায়একটি মাল বোঝাই ট্রাক দুর্ঘটনার কবলে পড়ে৷ মাল বোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়৷ তাতেই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে৷
দূর্ঘটনায় ১ব্যক্তি গুরুতরভাবে আহত হয়েছেন৷ স্থানীয়রা আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান৷ বর্তমানে আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন৷এদিকে গন্ডাছড়া অমরপুর সড়কের গছিরাম এলাকায় একটি দ্রুতগামী বাইক ও গাড়ির মধ্যে সংঘর্ষ বাধে৷ সংঘর্ষের ফলে বাইক নিয়ে ছিটকে পড়ে বাইকের চালক গুরুতর ভাবে আহত হয়৷ আহত বাইক চালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷জানা গেছে বাইক এবং গাড়ি দুটি দ্রুতবেগে আসছিল৷ সে কারণেই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে৷পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷