নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ নভেম্বর৷৷ গোটা দেশের সঙ্গে রাজ্যেও যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করা হয় দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ১০৩ তম জন্ম জয়ন্তী৷ পোষ্ট অফিস চৌমুহনীস্থিত কংগ্রেস ভবনের সামনে প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানানো হয়৷
প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রদেশ কংগ্রেস সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস, লক্ষ্মী নাগ, তাপস দে, হরেকৃষ্ণ ভৌমিক সহ অন্যান্য নেতৃত্বরা৷ এরপর গান্ধীঘাটে গিয়েও শ্রদ্ধা নিবেদন করেন কংগ্রেস নেতৃত্বরা৷ ভারতের প্রধানমন্ত্রী হিসাবে ইন্দিরা গান্ধীর ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে বলে জানান পিসিসি সভাপতি পীযূষ বিশ্বাস৷

