BRAKING NEWS

মেঘালয়-মিজোরামে ক্রমবর্ধমান বাঙালি নির্যাতন, প্রতিবাদে ২০ নভেম্বর কলকাতায় বিক্ষোভ সমাবেশ

গুয়াহাটি, ১৮ নভেম্বর (হি.স.) : মেঘালয় এবং মিজোরামে ক্রমবর্ধমান বাঙালি নির্যাতনের প্রতিবাদে আগামী ২০ নভেম্বর কলকাতায় বিশাল বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে। উত্তর-পূর্বাঞ্চলের জনজাতি অধ্যুষিত দুই রাজ্যে বাঙালি নির্যাতন, মিজোরামের পুলিশ ও এনজিও কর্তৃক বাঙালি অধ্যুষিত অসমের বরাক উপত্যকার তিন জেলাঘেঁষা সীমান্তে আড়াই থেকে তিন কিলোমিটার জমি জবরদখল, মণিপুরে ইনার লাইন পারমিট, নাগরিকত্ব আইনের টালবাহানা, নাগরিকপঞ্জির নামে বাঙালিদের হয়রানি প্রভৃতির প্রতিবাদে ২০ নভেম্বর কলকাতার ধর্মতলায় বিক্ষোভ সমাবেশের আহ্বান করা হয়েছে। 

দলিত ও সংখ্যালঘু উন্নয়ন পরিষদের আহ্বানে এবং ‘আমরা বাঙ্গালী’র কেন্দ্রীয় কমিটির সহযোগিতায় ওই বিক্ষোভ সমাবেশে উপস্থিত থাকবেন এসএমডিসি নেতা রাজু ঘোষ, ‘আমরা বাঙ্গালী’-র কেন্দ্রীয় সচিব বকুলচন্দ্র রায়, অসম প্রদেশ সচিব সাধন পুরকায়স্থ, টিএমসি মুখপাত্র বিজন সরকার, শিবসেনার প্রদেশ সভাপতি অলোক সরকার, আরপিআই-এর প্রদেশ সভাপতি মৃত্যুঞ্জয় মল্লিক, অল ইন্ডিয়া খ্রিস্টান অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান অরুণ বিশ্বাস, বুদ্ধিষ্ট ধর্মগুরু ভদন্ত ধর্মরত্ন খের, এমএমডিসি ন্যাশনাল যুব কমিটির সভাপতি সাবির আলি মল্লিক, নিখিল ভারত উদ্বাস্তু সমিতির নেতা ডা. আশিস ঠাকুর, অবসরপ্রাপ্ত তিন আইপিএস আধিকারিক বিশ্বজিৎ মুখোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও দেবকুমার মুখোপাধ্যায়। এছাড়া আইনজীবী দেবাশিস সাহা, এমএমডিসি প্রদেশ সভাপতি সৌরভপ্রিয় দত্ত, ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট সুমন গঙ্গোপাধ্যায় প্রমুখ প্রস্তাবিত সমাবেশে উপস্থিত থাকবেন।

সমাবেশে দলে দলে যোগ দিয়ে আন্দোলন সফল করতে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।  এক প্রেস বার্তায় ‘আমরা বাঙ্গালী’র অসম প্রদেশ সচিব সাধন পুরকায়স্থ এ খবর জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *