মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করা আমার প্রধান কর্তব্য : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৬ নভেম্বর (হি.স.)৷৷ ভাইফেঁটায় অংশ নিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ সোমবার সকালে তাঁর সরকারি বাসভবনে প্রচুর মহিলা উপস্থিত হয়ে তাঁকে ফেঁটা দিয়েছেন৷ বোনেদের কাছ থেকে ফেঁটা নিয়ে ভীষণ আপ্লুত মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন, ত্রিপুরার সমস্ত মহিলার নিরাপত্তা সুনিশ্চিত করা আমার প্রধান কর্তব্য৷ তাঁদের সুস্থ রাখাও আমার দায়িত্ব৷ সেই দায়িত্ব পালনে ত্রিপুরেশ্বরী মায়ের আশীর্বাদ আমি সর্বদা চাইছি৷


ত্রিপুরায় সরকার পরিবর্তন হওয়ার পর থেকে মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে ভাইফেঁটার অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে৷ অন্যান্য বছরের মতো এ-বছরও ভাইফেঁটায় অংশ নিয়েছেন মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন, ভাইফেঁটা একটি মঙ্গল কার্য৷ ভাইয়ের মঙ্গল কামনায় বোনেরা ফেঁটা দিয়ে থাকেন৷ আজ বোনেদের কাছ থেকে ফেঁটা নিয়ে অত্যন্ত খুশি৷ তাঁর কথায়, অন্যান্য বছরের মতোই বোনেরা আমায় ফেঁটা দিতে এসেছেন৷


তিনি বলেন, ত্রিপুরার সমস্ত নারীর সুরক্ষিত রাখা, তাঁদের সশক্তিকরণ সুনিশ্চিত করা আমার দায়িত্ব৷ তাঁদেরকে সুস্থ রাখা আমার কর্তব্য৷ সেই দিশায় সম্ভব সমস্ত পদক্ষেপ নেওয়া হবে৷ তিনি আবেগতাড়িত হয়ে বলেন, নিজেদের বাড়িতে ভাইফেঁটার অনুষ্ঠান থাকা সত্ত্বেও তাঁরা আমাকে ফেঁটা দিতে এসেছেন, তা যথেষ্ট ভাগ্যের বিষয়৷
এদিন মুখ্যমন্ত্রীকে ফেঁটা দিয়ে জনৈক মহিলা বলেন, বড়ভাই হিসেবে তাঁর দীর্ঘায়ু কামনা করেছি৷ কারণ, তিনি সুস্থ থাকলে সমগ্র ত্রিপুরা সুস্থ থাকবে, সুখে-শান্তিতে থাকতে পারবেন রাজ্যবাসী৷ তিনি বলেন, তিন বছর ধরে মুখ্যমন্ত্রীকে ফেঁটা দিচ্ছি৷ দূর-দূরান্ত থেকে তাঁকে ফেঁটা দেওয়ার জন্য এমন অনেকেই আসেন৷