নয়াদিল্লি, ১৭ নভেম্বর (হি. স.): নতুন শিক্ষানীতির লক্ষ্যই হচ্ছে ভারতকে জ্ঞানের ক্ষেত্রে শক্তিধর রাষ্ট্রে পরিণত করা বলে জানিয়েছেন উপরাষ্ট্রপতি এম বেঙ্কাইয়া নাইডু। ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে আগরতলা এনআইটি ত্রয়োদশ সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উপরাষ্ট্রপতি জানিয়েছেন, প্রাচীন ভারতীয় শিক্ষা পদ্ধতির দ্বারা অনুপ্রাণিত হচ্ছে নতুন শিক্ষানীতি। যেখানে পড়ুয়াদের ব্যক্তিত্বের সমগ্র আর সম্পূর্ণ বিকাশকে কেন্দ্রে রাখা হয়। ভারত বিশ্বগুরু ছিল। নালন্দা ও তক্ষশীলায় জ্ঞান প্রাপ্তির আকাঙ্ক্ষায় সেই সময় গোটা বিশ্ব থেকে পড়ুয়ারা ভারতে আসত। ভারত পুনরায় বিশ্বগুরু হবে। দেশের শিক্ষা ব্যবস্থায় সৃজনশীলতা এবং উদ্ভাবনের আকাঙ্ক্ষা নতুন শিক্ষানীতি যে বৃদ্ধি করবে তা মনে করিয়ে দিয়েছেন উপরাষ্ট্রপতি। তিনি জানিয়েছেন পড়ুয়াদের বড় লক্ষ্য করে তা পূরণ করতে হবে। আইআইটি, এনআইটি এবং অন্যান্য উচ্চ শিক্ষ প্রতিষ্ঠানগুলি উচিত নিজের পঠন-পাঠনে আমূল পরিবর্তন আনা। একবিংশ শতাব্দীর চাহিদা অনুযায়ী পড়ুয়াদের গড়ে তুলতে হবে।
2020-11-17